ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

রূপগঞ্জের কাজলা বিলের জমি, পুকুর ও খাল রক্ষায় নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়?

প্রকাশিত: ০৫:২৬, ২৫ অক্টোবর ২০১৭

রূপগঞ্জের কাজলা বিলের জমি, পুকুর ও খাল রক্ষায় নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়?

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীলের পুনঃশুনানি পিছিয়ে আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আপীল বিভাগ। কোন নির্দিষ্ট অভিযোগ ছাড়া এক ব্যক্তিকে সিআইডি অফিসে নোটিস দেয়ার অভিযোগে সাতক্ষীরা জেলার সিআইডি ইন্সপেক্টর (পরিদর্শক) শেখ মেজবাহউদ্দিনকে তলব করেছে হাইকোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাকশকতার মামলাসহ চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এ নিয়ে চলতি সপ্তাহে ফখরুলের বিরুদ্ধে পাঁচটি মামলার কার্যক্রম স্থগিত করল উচ্চ আদালত। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর জেরা পুনরায় করার অনুমতি চেয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই এলাকা পরিদর্শন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে ভূমি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), নারায়ণগঞ্জের ডিসি ও এসপিসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। খালাফ হত্যা মামলার পুনঃশুনানি পেছাল ॥ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীলের পুনঃশুনানি পিছিয়ে আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছে আপীল বিভাগ। মঙ্গলবার শুনানির নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপীল বিভাগের তিন সদস্যের বেঞ্চ নতুন এই দিন ধার্য করে আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শিকদার মকবুল হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সিআইডি কর্মকর্তাকে হাইকোর্টে তলব ॥ কোন নির্দিষ্ট অভিযোগ ছাড়া এক ব্যক্তিকে সিআইডি অফিসে নোটিস দেয়ার অভিযোগে সাতক্ষীরা জেলার সিআইডি ইন্সপেক্টর (পরিদর্শক) শেখ মেজবাহউদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট। সিআরপিসি আইনের ১৬০ ধারায় সেই ব্যক্তিকে নোটিস দেয়ার কারণ ব্যাখ্যা করতে সিআইডি অফিসারকে আগামী ৫ নবেম্বর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অধীনে তদন্ত কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, খুলনা বিভাগীয় সিআইডি প্রধানসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারী মৎস্য ব্যবসায়ী আব্দুস সামাদগাজীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোঃ উজ্জ্বল হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। মির্জা ফখরুলের আরও চার মামলার কার্যক্রম স্থগিত ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এ নিয়ে চলতি সপ্তাহে ফখরুলের বিরুদ্ধে পাঁচটি মামলার কার্যক্রম স্থগিত করল উচ্চ আদালত। সোমবার দুই বছর আগের একটি নাশকতার মামলার কার্যক্রম স্থগিত করে বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ। একই বেঞ্চ মঙ্গলবার আরও চারটি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। সাক্ষীর জেরার বিষয়ে খালেদার আপীল আবেদন ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর জেরা পুনরায় করার অনুমতি চেয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল করা হয়েছে।
×