ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আপন মালিক দিলদারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৮:১৮, ২৪ অক্টোবর ২০১৭

আপন মালিক দিলদারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা

বিডিনিউজ ॥ ঢাকার বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম নূর নবী সোমবার পরোয়ানা জারির এ আদেশ দেন বলে জানানো হয়। আদালত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরকে ওই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে বলে অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান। তিনি বলেন, আমরা আদালতের আদেশ বাস্তবায়নে যা করা প্রয়োজন তার সবটুকু করব। এর আগে রবিবার আপনের অপর দুই মালিক দিলদারের ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন। বনানীর হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত মে মাসে দিলদারের ছেলে সাফাতের বিরুদ্ধে মামলা হওয়ার পর তার পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্সের সোনা চোরাচালানের অভিযোগের বিষয়ে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা অধিদফতর। ওই মাসের শেষ দিকে আপনের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠায় শুল্ক গোয়েন্দা অধিদফতর।
×