ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘জঙ্গী দমনে অনেক সাফল্য রয়েছে কাউন্টার টেররিজম ইউনিটের’

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ অক্টোবর ২০১৭

‘জঙ্গী দমনে অনেক সাফল্য রয়েছে কাউন্টার টেররিজম ইউনিটের’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, কাউন্টার টেররিজম ইউনিটের জঙ্গী দমনে অনেক সাফল্য রয়েছে। যা পুরো পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেছে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের ১২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার জানান, পুলিশের পেশাদারিত্ব অনন্য মাত্রা পেয়েছে। পুলিশ দেশ রক্ষায় যা করছে তা স্মরণীয় হয়ে থাকবে। বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রতিটি সদস্য পেশাকে শুধু চাকরি হিসেবে না নিয়ে দেশাত্মবোধ ও দায়বদ্ধতার কাজ করছেন। প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া জানান, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অপারেশন করছে। যা প্রশংসনীয়। পুলিশ রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে। অতি স্বল্পসংখ্যক লোক নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে পুলিশ। ইতোমধ্যে জাতীয় এ্যান্টিটেররিজম ইউনিট অনুমোদন হয়েছে। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
×