ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে ৫ টাস্কফোর্স গঠন

প্রকাশিত: ০৫:১৪, ১৭ অক্টোবর ২০১৭

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে ৫ টাস্কফোর্স গঠন

স্টাফ রিপোর্টার ॥ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৫টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সগুলো টিভিইটির উন্নয়নে সরকারী-বেসরকারী অংশীজন এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের মাধ্যমে ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নিজ নিজ ক্ষেত্রে সুপারিশমালা প্রণয়ন করবে। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বাংলাদেশে টিভিইটি উন্নয়নে ৫টি টাস্কফোর্স গঠন করা হয়। এগুলো হচ্ছে- ১. পলিসি ও প্রজেক্ট ফর্মুলেশন টাস্কফোর্স, ২. ইন্ডাস্ট্রি ও ইনস্টিটিউট লিংকেজ টাস্কফোর্স, ৩. টিভিইটি এনরোলমেন্ট টাস্কফোর্স, ৪. কারিকুলাম ডেভেলপমেন্ট টাস্কফোর্স এবং ৫. জব মার্কেট এ্যাসেসমেন্ট এবং এমপ্লয়মেন্ট টাস্কফোর্স।
×