ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীর চরে ফের টেঁটা যুদ্ধ, আহত ২২

প্রকাশিত: ০৫:২১, ১৫ অক্টোবর ২০১৭

নরসিংদীর চরে ফের টেঁটা যুদ্ধ, আহত ২২

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য নিয়ে রায়পুরা উপজেলার দুর্গমচর এলাকা মির্জারচরে দুটি বিবদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষকালে টেঁটার আঘাতে ও ককটেল বিস্ফোরণে ২২ ব্যক্তি আহত এবং শতাধিক বাড়িঘরে হামলা-ভাংচুর হয়েছে । ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই গ্রামের জাফর চেয়ারম্যান ও প্রতিপক্ষ ফারুক মিয়ার মধ্যে বিরোধ, মামলা-পাল্টা মামলা চলে আসছিল । এরই জের হিসেবে শনিবার সকালে জাফর চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষ ফারুক মিয়ার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ২২ ব্যক্তি টেঁটার আঘাতে ও ককটেল বিস্ফোরণে আহত হয় এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে । খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শনিবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হেলাল, বাচ্চু, জয়নাল, কাসেম, বাছির উদ্দীন, সোলেহা বেগম, আলামিন, জয়নাল ২, বাছেদ মিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পুলিশী গ্রেফতার এড়াতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবত উল্লিখিত দুটি গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। ২৫১ শিক্ষার্থীর শপথ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের সঙ্গে না জড়ানোর শপথ নিয়েছে চলতি বছর এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত বাগমারার ২৫১ কৃতী শিক্ষার্থী। শনিবার সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক তাদের এই শপথ পাঠ করান। স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত ফাউন্ডেশন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে। উপজেলা সদরের ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ আকবর হোসেন। মোড়ক উন্মোচন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ অক্টোবর ॥ নতুন ধারার কবি নাট্যকর্মী সোহেল রানার ‘কবিতা কথা বলে’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাট্য ও সাংস্কৃতিক সংগঠন মেঘদূতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রফেসর সমীরণ কুমার দাসের সভাপতিত্বে ও শিরিন আক্তার শিরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। বক্তব্য রাখেনÑ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, ময়নুল হোসেন, বইটির লেখক সোহেল রানা প্রমুখ।
×