ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবৈধ মোবাইল ফোন আসা বন্ধে ডাটাবেজ তৈরি হয়েছে

প্রকাশিত: ০৫:০১, ৪ অক্টোবর ২০১৭

অবৈধ মোবাইল ফোন আসা বন্ধে ডাটাবেজ তৈরি হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধপথে মোবাইল ফোন আসা বন্ধ করতে আইএমইআই নম্বর নিবন্ধন করার জন্য ডাটাবেজ তৈরি করা হয়েছে। এখন এটা কার্যকর করার প্রক্রিয়া চলছে। আশা করি এ বছরের মধ্যে আইএমইআই নম্বর নিবন্ধন ছাড়া কোন মোবাইল ফোন সচল হবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, এ বছরের মধ্যে ফোর-জি (চতুর্থ প্রজন্মের ফোন) চালু করতে। অপারেটরদের সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে তারা কিছু জায়গায় আপত্তি তুলেছে। ওই সব জায়গার বিষয়ে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে, তারা বিষয়টি সমাধান দেবে। সরকারের অঙ্গীকার জনগণকে উন্নত প্রযুক্তির সেবা দেয়া। যে করেই হোক এ বছর আমরা ফোর-জি চালু করব। মঙ্গলবার সচিবালয়ে টেলিকম সেক্টরের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে তারানা হালিম বলেন, মোবাইল ফোনের আইএমইআই ডাটাবেজ তৈরি করা হয়েছে। এখন মোবাইল হ্যান্ডসেটগুলো সঠিক পথে আসতে বাধ্য। কেউ আর মোবাইল সেট অবৈধ পথে আনার চেষ্টা করলেও লাভ হবে না। মোবাইল ফোনের নিরাপত্তা বিধান করার জন্যই এ কাজ করা হয়েছে। আশা করছি পদক্ষেপটি দ্রুত কার্যকর করা হবে। তবে ঠিক কবে নাগাদ এটি কার্যকর হবে তা তিনি জানাননি। সারাদেশে আমরা ডিজিটাল গ্রাম প্রতিষ্ঠা করব। ছোট দ্বীপগুলোকে কানেটিভিটির আওতায় নিয়ে আসার জন্য কাজ শুরু করা হয়েছে। দেশে কোন মানুষকে তথ্যপ্রযুক্তির বাইরে রাখা হবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নির্মাণকাজ শেষ। এখন এটি উৎক্ষেপণ করার অপেক্ষায় রয়েছে। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনণ করার দিনক্ষণ ঠিক করা হয়েছে। পিছিয়ে পড়া বিটিসিএল ল্যান্ডফোনকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ল্যান্ডফোনে যদি কল আসে তা কনভার্ট করে মোবাইল ফোনে চলে আসে, ল্যান্ডফোনে ইন্সট্রাকশন দেয়া থাকবে দুই থেকে তিনবার ফোন এলে রিসিভ না হলে মোবাইল ফোনে কল চলে যাবে। এ বিষয়ে কাজ শুরু করা হয়েছে।
×