ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে ফরিদপুর ও পটুয়াখালীতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

বজ্রপাতে ফরিদপুর ও পটুয়াখালীতে ২ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে বুধবার ফরিদপুর ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় মারা যায় স্কুলছাত্র বাবু কাজী। ওইদিন সকালে নিজ বাড়ির পাশে বজ্রপাতে মৃত্যু ঘটে ছেলেটির। একইদিন পটুয়াখালীর কলাপাড়ায় সকাল নয়টায় নজরুল ইসলাম নামে এক কৃষক বজ্রপাতে মারা যায়। খবর নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম বাবু কাজী (১৪)। বাবু কাজী মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং নগরকান্দার চর যশোরদী ইউনিয়নের পৈলানপট্রি গ্রামের দুলাল কাজীর ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির কাছে বজ্রপাতে তার মৃত্যু ঘটে। চর যশোরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, বুধবার সকাল সাড়ে ১০টার সময় বৃষ্টির মধ্যে বাবু কাজী প্রাইভেট পড়তে বাড়ি থেকে যাচ্ছিল। পথিমধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলাপাড়া ॥ উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে বুধবার সকাল সাড়ে নয়টায় বজ্রপাতে কৃষক নজরুল ইসলাম (৩৫) মারা গেছেন। গরুর জন্য মাঠে ঘাস কাটতে ছিলেন নজরুল। এসময় বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। বাড়িতে নিয়ে গেলে মারা যান।
×