ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:২২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৩ সেপ্টেম্বর ॥ গরুচোর সন্দেহে শফিকুল ইসলামকে (৫০) পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শনিবার ভোর রাতে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে ঘটনাটি ঘটে। শফিকুল কোমরপুর গ্রামের সদর মল্লিকের ছেলে। জানা গেছে, শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে স্বপনের বাড়ি থেকে দুইটি গরু চুরি হয়ে যায়। এর পর গ্রামের লোকজন গরু খুঁজতে বেরিয়ে পড়েন। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী ভালাইপুর মাঠের দিকে চারজন ব্যক্তি গরু নিয়ে চলে যাচ্ছে দেখতে পায়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া দিলে ৩ জন পালিয়ে গেলেও ধরা পড়ে শফিকুল। পরে গ্রামবাসীর গণপিটুনিতে শফিকুল মারা যান। তার গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার কোমরপুরে হলেও সে বসবাস করত চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে। এর আগে চুরি হয়ে যাওয়া গরু দুটি উদ্ধার করা হয়। নওগাঁয় লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার দুপুরে নওগাঁ শহরের পার-নওগাঁয় সাবেক তাজ ক্লিনিকের বাথরুম থেকে টিটু (৪৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের চকদের পাড়া মহল্লার মৃত আলী আহমেদের পুত্র। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন টিটু একাই ওই রুম ভাড়া নিয়ে থাকত। জানা গেছে, ওই ভবনের মার্কেটের এবং ওই এলাকায় মানুষ পচা গন্ধ পাচ্ছিল। পরে ওই মার্কেটের লোকজন তালা খুলে ওপরের বাথরুমে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রংপুরে ভিক্ষুক নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, রেলওয়ের জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে ওমর আলী (৬৫) নামে এক ভিক্ষুক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক এক মহিলাকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পুটিমারী রেল ঘুমটি খেল্লাপাড়া এলাকায়। জানা গেছে, ভিক্ষুক ওমর আলী তার দ্বিতীয় স্ত্রী আনজিরাকে নিয়ে রেলওয়ের জমিতে ঘর তুলে বসবাস করে আসছিল। শনিবার সকালে পার্শ্ববর্তী আশরাফ আলীর স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে রেলওয়ের জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদা বেগম ক্ষিপ্ত হয়ে ওমর আলীর অ-কোষ চেপে ধরলে ঘটনাস্থলেই ওমর আলী মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফরিদা বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের প্রথম স্ত্রীর ছেলে মনির হোসেন বাদী হয়ে ফরিদা বেগমকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
×