ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নওগাঁয় মামা-ভাগ্নে নিহত

প্রকাশিত: ০৭:২২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নওগাঁয় মামা-ভাগ্নে নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ সেপ্টেম্বর ॥ শনিবার সকাল ১০টার দিকে নওগাঁ বাইপাস মহাসড়কে বাস-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বাস উল্টে ডোবার মধ্যে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সদর উপজেলার ইকড়তাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এ্যাডভোকেট সোহেল রানা ও বরুনকান্দি স্কুলপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ব্যাংকার মাসুদ রানা। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। জানা গেছে, শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে এসপি ট্রাভেলস বাসটি শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় পরিষ্কার করার (ধোয়ার) জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। রংপুরে সেনাসদস্য নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, পীরগঞ্জে এক সেনা সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মির্জাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার ঝাড়বিশলা গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে সেনা সদস্য আল আমীন জরুরী কাজে শুক্রবার সকালে রংপুরে যান। কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে ফেরার পথে মির্জাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন স্থানে এলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ঈদের ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন। ঠাকুরগাঁওয়ে তিন যাত্রী নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, রাণীশংকৈল উপজেলা সড়কের নেকমরদ ফারাবাড়ি নামকস্থানে শুক্রবার রাতে ঢাকাগামী একটি কোচের ধাক্কায় ইজিবাইকের শিশুসহ তিন যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহতরা হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বিলপাড় গ্রামের ফইজুল ইসলামের কন্যা জুনাইদ (৩) ও তার বড় ভাই সমির (৫) এবং চন্দনচহট গ্রামের শাহাজাহান আলীর ছেলে মঞ্জু (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোমার এন্টারপ্রাইজ নামে একটি নাইট কোচ উপজেলার ফাড়াবাড়ি নামকস্থানে পৌঁছলে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকের শিশু জুনাইদ ও মঞ্জুর নামে দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও রংপুর মেডিক্যালে এক শিশু মারা যায়। কুড়িগ্রামে পথচারী স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রৌমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নুর আমিন (৫৫) নিহত ও খোকন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ডিসি রাস্তার মাঠেরভিটা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় চতলাকান্দা গ্রামের নুর আমিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা খোকন ছিটকে পড়ে আহত হয়। মুন্সীগঞ্জে শিশু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পার হতে গিয়ে মরিয়ম (৬) অটোরিকশা চাপায় নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্কুল ছুটি শেষে সিপাহীপাড়া চৌরারাস্তা এলাকায় রাস্তা পার হচ্ছিল মরিয়ম।
×