ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় আড়াল করতে চাচ্ছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৫:০৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় আড়াল করতে চাচ্ছে সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় আড়াল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে ‘জাতীয় নাগরিক সংসদ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় বিএনপির একটি উচ্চপর্যায়ের টিম কক্সবাজার গিয়েছে। কিন্তু সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে আমাদের টিমকে ত্রাণ কার্যক্রমে বাধা দিয়েছে। কক্সবাজার বিএনপি অফিসের সামনে আমাদের ২২ ট্রাক ত্রাণ আটকে দেয়া হয়েছে। তাহলে এই সরকার কার সরকার? রোহিঙ্গারা আরও বেশি নির্যাচিত হোক, ওরা মরে যাক, এই নীতিতে সরকার চলছে? রিজভী আরও অভিযোগ করেন, প্রতিদিন মিয়ানমার থেকে আসা ১০ থেকে ১২ জন রোহিঙ্গা মারা যাচ্ছে। সরকারের নীতির কারণেই রোহিঙ্গারা মারা যাচ্ছে। তিনি বলেন, ত্রাণ বিতরণের বিষয়ে গণমাধ্যম যাতে জানতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। কারণ সেখানে লুটপাটের একটি সুযোগ থাকবে। আর বিএনপি ও অন্যান্য সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে সেখানে যাতে যেতে না পারে সরকার সেই ব্যবস্থাও করেছে। রিজভী বলেন, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সীমিত সম্পদ ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা কেড়ে নিচ্ছে। তিনি বলেন. সুচির বাবা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েছিলেন উল্লেখ করে রিজভী বলেন, সুচি আজ পিতার মতামতকে লঙ্ঘন করে পিশাচদের পথ অবলম্বন করেছেন।
×