ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক

প্রকাশিত: ০৫:৩২, ২৬ আগস্ট ২০১৭

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক

অধ্যাপক মনিরুল ইসলাম রফিক ॥ আজ পবিত্র জিলহজ মাসের ৩য় দিবস। হজ ও কোরবানি মুসলিম উম্মাহর এক অনিবার্য উৎসব। ঈদ-উল-আযহা মৌসুমের আগমনে গোটা উম্মাহ নবজাগরণে উদ্বেলিত হয়ে ওঠে। পবিত্র কাবা জিয়ারত ও হজ অনুষ্ঠানমালার মাধ্যমে তারা ইহলৌকিক ও পারলৌকিক অনুপ্রেরণা লাভ করে। একই সঙ্গে পশু কোরবানি দানের মাধ্যমে প্রমাণ করে আল্লাহর প্রেম ও ভালবাসা অর্জনের নিমিত্ত তারা যে কোন ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত। বস্তুত, হজ একটি নিছক ইবাদত নয়, এমন এক ধর্মীয় অনুষ্ঠানÑযাতে নিহিত রয়েছে অজস্র আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক কল্যাণ। হজের শিক্ষা ও দর্শন বহুবিধ। একজন মুসলমানের জন্য, একটি জাতির জন্য যা প্রয়োজন, যে যে উপাদান সমন্বয়ে একটি গতিশীল সচেতন তাওহীদবাদী জাতি গড়ে উঠতে পারে হজ অনুষ্ঠানে সেসব উপাদান পূর্ণমাত্রায় বিদ্যমান। একটি জাতির বিকাশে ও অগ্রগতির জন্য ইতিহাস চেতনা অতীব জরুরী। ঐতিহ্যের সঙ্গে যোগসূত্র ছাড়া কোন জাতি তার স্বকীয়তা নিয়ে বিকশিত হতে পারে না। জাতির ঐতিহ্য জাতিকে দৃঢ় ভিত্তি দান করে, জাতির সামনের চলার পথকে সুনির্দ্দিষ্টতা দান করে। মুসলিম উম্মাহর ক্ষেত্রেও এ সত্যটি উপলব্ধিযোগ্য। মুসলিম জাতি গঠনে যে ভিত্তিভূমি তার পশ্চাৎভূমি হিসেবে কাজ করেছে হযরত ইব্রাহিম, ইসমাঈল ও বিবি হাজেরার (আ.) সাধনা। তাদের সংগ্রাম, তাদের কর্মতৎপরতা, তাদের অপরিসীম ত্যাগ ও কোরবানি। তাই হজের বিভিন্ন অনুষ্ঠান মূলত ইব্রাহিমী ঐতিহ্যের স্বারক। মুসলিম জাতির আদি পিতা ইব্রাহিমের সঙ্গে উম্মতে মুহাম্মাদীর সংযোগ স্থাপনের প্রতীকী মহড়া হজের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সুদূর অতীত আর বর্তমান একাত্ম হয়ে যায়। একই ভাবে হজের সঙ্গে রয়েছে কোরবানি করার নিয়ম। যারা হজ্বে যেতে পারেন না, তাদেরও কোরবানি করতে হয়। আল্লাহর নির্দেশ ও তার প্রেমে উদ্বুদ্ধ হয়ে হযরত ইব্রাহিম (আ.) যেমন তার পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন ঠিক সে মনোভাব নিয়েই একজন আল্লাহ প্রেমিককে কোরবানি করতে হবে। সে কোরবানি শুধু নিছক পশু কোরবানিই নয়, এ হচ্ছে সত্যের জন্য আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য সবকিছু বিলিয়ে দেয়ার, সবকিছু কোরবানি করারই মহড়া। এর মাধ্যমে পরীক্ষা হয় বান্দা আল্লাহকে কত ভয় করে, কত ভালবাসে। পশু কোরবানির মাধ্যমে মূলত আল্লাহ তার বান্দাদের মন পরীক্ষা করেন। এ প্রসঙ্গে মহান আল্লাহতায়ালা বলেছেন, এসব পশুর রক্ত ও গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তোমাদের তাকওয়া বা খোদাভীতি। (সুরা হজ-৩৭)।
×