ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিবির হামলার আশঙ্কায় রাবি

প্রকাশিত: ০৫:২৩, ১৯ আগস্ট ২০১৭

শিবির হামলার আশঙ্কায় রাবি

রাবি সংবাদদাতা ॥ যুদ্ধাপরাধী জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের ক্যাডাররা যেকোন সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরিত হলে রাতভর আতঙ্ক বিরাজ করে। শিবিরের অপতৎপরতা রুখতে আবাসিক হলগুলোতে অবস্থান নিয়ে শিবিরবিরোধী মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে পুলিশের রাতভর অভিযানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাস থেকে চার শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে শিবির ক্যাডাররা ক্যাম্পাসে ঢুকেছে- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ক্যাম্পাসে প্রবেশ করানো হয়। এ সময় রাবির জিয়া হল ও শহীদ হবিবুর রহমান হলের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির ক্যাডাররা। এর পরপরই পুলিশের ৮ থেকে ১০ গাড়িবহর ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যমেক আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নিয়মিত বেতন, কমিশন কর্তন বন্ধ ও চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে যশোর মেডিক্যাল কলেজের চতুর্থ শ্রেণীর আউটসোর্সিং কর্মচারীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আউটসোর্সিং ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির উদ্যোগে মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঠিকাদারের মাধ্যমে নিয়োগকৃত ৬৪ আউটসোর্সিংকর্মী অংশ নেন। সংগঠনের সভাপতি খায়রুল হাসান বলেন, ২০১২-১৩ অর্থবছরে গালফ সিকিউরিটি লিমিটেডের মাধ্যমে যশোর মেডিক্যাল কলেজে তারা নিয়োগ পান। এ সময় নিয়মিত বেতন প্রদান ও পরবর্তীতে রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেয়া হয়। কিন্তু বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের ২-৩ মাস পর পর বেতন প্রদান করছে। পাশাপাশি প্রত্যেকের বেতন থেকে বাধ্যতামূলকভাবে ৫ হাজার টাকা করে কর্তন করছে।
×