ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানের সামনেই বিধবার বিষপান

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ আগস্ট ২০১৭

চেয়ারম্যানের সামনেই  বিধবার বিষপান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলায় সালিশ করতে রাজি না হওয়ায় ক্ষোভে ইউপি চেয়ারম্যানের সামনে বসেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ববিতা মুখার্জী (৫০) নামের এক বিধবা নারী। মুমূর্ষু অবস্থায় তাকে বুধবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদ ভবনে বুধবার সন্ধ্যায়। ববিতা মুখার্জী উপজেলার কলসকাঠী জমিদার বাড়ির রাধা গোবিন্দ মন্দির এলাকার মৃত গৌতম ওরফে বাবুলাল মুখার্জীর স্ত্রী। জানা গেছে, ববিতার শ্বশুরবাড়ির পূর্বপুরুষরা মন্দিরের জমি দান করেছেন। দানকৃত ওই জমি ছাড়াও মন্দির কমিটি প্রয়াত বাবুলের আরও জমি মন্দিরের নামে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে ববিতা ও মন্দির কমিটি আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। ববিতার স্বামী মারা যাওয়ার পর মন্দির কমিটি ওই জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে। এসব ঘটনা জানাতে ববিতা বুধবার বিকেলে কলসকাঠী ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আবদুর রাজ্জাক তালুকদারের কাছে বিচার দাবি করেন। জমি নিয়ে আদালতে মামলা থাকায় চেয়ারম্যান সালিশ-বিচার করতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় চেয়ারম্যানের সামনে বসেই বিধবা ববিতা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক তালুকদার বিষপানের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই জমির বিষয়ে ববিতা আমাকে সালিশ করে দেয়ার অনুরোধ করেন। কিন্তু মামলা বিচারাধীন থাকায় আমি তাকে আদালত ও পুলিশকে অবহিত করার পরামর্শ দেয়া মাত্রই তার সঙ্গে থাকা একটি বোতল মুখের মধ্যে ঢেলে বিষাক্ত দ্রব্য পান করেন। চেয়ারম্যান আরও বলেন, বোতলটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
×