ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২৪ আগস্টের মধ্যে

প্রকাশিত: ০৮:৪২, ১৭ আগস্ট ২০১৭

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২৪ আগস্টের মধ্যে

বিডিনিউজ ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৪ আগস্টের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন গার্মেন্টস মালিকগণ। সচিবালয়ে বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩৫ তম সভায় বিজিএমইএ’র সদস্য কারখানার মালিকরা এই প্রতিশ্রুতি দেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঈদের আগেই পোশাক কারাখানাসহ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের বেতনভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন,“গার্মেন্টস মালিকরা ঈদ-উল-আযহার আগেই শ্রমিকদের সকল প্রকার পাওনা পরিশোধ করবেন। তবে বেতন পরিশোধে কোন মালিকের অর্থনৈতিক সমস্যা থাকলে অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।” ঈদ বোনাস এবং বেতন নিয়ে যেন শ্রমিক অসন্তোষ না দেখা দেয়, সে বিষয়ে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান শ্রম প্রতিমন্ত্রী। পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং মহাসড়কে যানজট এড়াতে ঈদের ছুটি পর্যায়ক্রমে দেয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে।
×