ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নৌ, রেল ও সড়কপথে অগ্রিম টিকেট বিক্রির প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ আগস্ট ২০১৭

নৌ, রেল ও সড়কপথে অগ্রিম টিকেট বিক্রির প্রস্তুতি

রাজন ভট্টাচার্য ॥ আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক, নৌ ও রেলপথে অগ্রিম টিকেট বিক্রির প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হতে পারে। পাঁচ দিনব্যাপী টিকেট বিক্রির প্রথম দিনে ২৮ আগস্টের টিকেট দেয়া হবে। চলবে এক সেপ্টেম্বর পর্যন্ত। তবে এ বিষয়ে আজ বৃহস্পতিবার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন রেলমন্ত্রী মুজিবুল হক। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে বুধবার থেকে। আবহাওয়া খারাপ থাকায় প্রথম দিনে বুকিং কাউন্টারে খুব বেশি যাত্রী ভিড় দেখা যায়নি। এদিকে ১৮ আগস্ট থেকে উত্তরাঞ্চলসহ বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরুর কথা জানিয়েছেন পরিবহন মালিকরা। ২৩ আগস্ট থেকে বিআরটিসির অগ্রিম বাসের টিকেট বিক্রি শুরুর কথা রয়েছে। রাজধানীর চারটি বাস ডিপো থেকে একযোগে টিকেট বিক্রির কথা জানিয়েছেন বিআরটিসির কর্তাব্যক্তিরা। দুই সেপ্টেম্বর ঈদ ধরে অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট আগামী (শনিবার) থেকে। এ নিয়ে আজ বৃহস্পতিবার রেল ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রেলমন্ত্রী মুজিবুল হক আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। বুধবার রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৯ তারিখ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রস্তুতি নেয়া হয়েছে। ২৩ আগস্ট পর্যন্ত টিকেট বিক্রি চলবে। প্রতিবারের মতো এবারও একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া কালোবাজারি রোধে নেয়া হবে নানামুখী পদক্ষেপ। নির্ভরযাগ্য সূত্রটি বলছে, শনিবার থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ২৮ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রুটে ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। রেলওয়ে সূত্রে জানা গেছে, বন্যার কারণে ট্রেনের লাইন ডুবে যাওয়া দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসব অঞ্চলে ট্রেনের অগ্রিম টিকেট দেয়া হবে কিনা এ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। ১৮ আগস্ট থেকে বাসের দূরপাল্লার বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১৮ আগস্ট থেকে। জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা জানান, প্রতি বছরের মতো এবারও বিক্রি শেষ না হওয়া পর্যন্ত টিকেট দেয়া হবে। প্রথমদিন বিক্রি হবে ২৫ তারিখের টিকেট। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন রুটের যাত্রীরা অগ্রিম টিকেট পাবেন। সমিতির সভাপতি ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক তালুকদার সোহেল বলেন, আগামী ১৮ আগস্ট সকাল ৬টা থেকে এবারের ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে। এজন্য টিকেটের কোন বাড়তি দাম রাখা হবে না। সমিতির সকল সদস্যের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আগামী ২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন। এ কারণে ৩০ আগস্টের টিকেটের চাহিদা বেশি থাকবে বলে মনে করছে সমিতি। তবে এবার কেবল তিন দিনের ছুটি থাকায় এবং বর্ষা মৌসুমের কারণে যাত্রীর ভিড় কম হতে পারে বলে ধারণা তাদের। যদিও সরকারী আদেশে আরও তিনদিন ছুটি যুক্ত করার আলোচনা রয়েছে। শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদের বৈঠকে এই প্রস্তাব উঠতেও পারে বলে জানা গেছে। যদি ওঠে তাহলে ছুটির পরিধি বাড়বে। এদিকে ঈদে এসি বাসের সংখ্যা কম হলেও এর চাহিদা বেশি থাকে বলে জানিয়েছে বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন। দূরপাল্লার রুটে এসি টিকেটের চাহিদা খুবই বেশি। বাস কম থাকায় দ্রুত এসি টিকেট শেষ হয়ে যায়। রাস্তার ধুলোবালি ও দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা মূলত এসি বাসের অগ্রিম টিকেটের প্রতিই আগ্রহী থাকেন। এ সুযোগে গত ঈদেও দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে এসি বাসের টিকেট। তবে টিকেট অগ্রিম ছাড়া হলেও গত ঈদে ভিড় না থাকার কারণ জানতে চাইলে কাউন্টারের বিক্রেতারা বলেন, এসি টিকেট দেয়া হয় সম্পর্কের ভিত্তিতে। এছাড়া অনেকেই অনলাইনে কেনার কাজটা সেড়ে ফেলেন। বাসের জন্য অনলাইনে টিকেটের নির্ধারিত কোটা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরেও অনেক টিকেট দেয়ার কথা জানান তারা। অবশ্য ঈদের সময় বাসের সংখ্যা বাড়ানো হয়। সড়কে যানজটের ভোগান্তি না থাকলে কোনকিছুতে সমস্যা হওয়ার কোন সুযোগ নেই।’ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ বলেন, প্রতিবারের মতো এবারও অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আমরা ২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকেট বিক্রি শুরু করব ২৫ আগস্ট থেকে। যাত্রীদের স্বস্তি দেয়া মানসিকতা থেকেই অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্তের কথা জানান তিনি। সমিতির এই নেতা বলেন, যতক্ষণ টিকেট আছে যাত্রীরা পাবেন। তবে ২৫ তারিখের টিকেট বিক্রি শুরু হলেও যাত্রীরা ইচ্ছা করলে প্রথম দিন থেকেই ঈদের আগের দিন পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকেট সংগ্রহ করতে পারবেন। তিনি জানান, এবার বাড়তি দামে টিকেট বিক্রি কঠোর হস্তে দমন করা হবে। কোন পরিবহনের বিরুদ্ধে বাড়তি দামে টিকেট বিক্রির অভিযোগ পেলে সিমিতির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই প্রতারণা সহ্য করা হবে না। প্রতিটি কোম্পানির টিকেট কাউন্টারে নারীদের জন্য পৃথক কাউন্টারের কথা জানিয়ে তিনি বলেন, পৃথক কাউন্টার না থাকলে নারীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই আমরা এ ব্যাপারে সকল বাস মালিককে নির্দেশনা দিয়েছি। এসি বাসের টিকেট প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের সব অভিযোগ সত্য তা নয়। আবার সব অভিযোগ মিথ্যা তাও বলছি না। এসি বাস কম এ কথা মেনে নিতে হবে। তাই দ্রুত সময়ে এসি বাসের টিকেট শেষ হয়ে যায়। তাই যাত্রীরা টিকেট নিয়ে নানা ধরনের অভিযোগ করেন। তবে রেলের টিকেটের মতো বাসের টিকেট কেনার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। ট্রেনে যেমন একজন চারটি টিকেটের বেশি কিনতে পারবেন না। কিন্তু বাসে চাহিদা অনুযায়ী সংগ্রহ করা যায়। এ বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে। লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি নিয়ে মতভেদ দেশের দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়ে মালিকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একটি পক্ষ ঘোষণা দিয়েছিল ১৬ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রির। কিন্তু বুধবার অগ্রিম টিকেট সংগ্রহে সদরঘাট লঞ্চ টার্মিনালের বুকিং কাউন্টারে তেমন কোন ভিড় দেখা যায়নি। তবে বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি কম বলে জানিয়েছেন অনেকেই। দিনশেষে বেশকিছু রুটের টিকেট বিক্রির কথা জানিয়েছেন একাধিক লঞ্চ মালিক। এদিকে অন্যপক্ষ বলছে ২০ আগস্ট থেকে টিকেট বিক্রির কথা। সাধারণ লঞ্চ মালিকদের বক্তব্য হলো, অগ্রিম টিকেট বিক্রির বিষয়ে মালিক সমিতি থেকে কোন নির্দেশনা আসেনি। এদিকে ২৭ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে। ভা-ারিয়া রুটে চলা অভিযান-৭ এর পরিচালক বাচ্চু বেপারী জানান, লঞ্চ মালিকদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এখনও কাটেনি। প্রথম দিনে আমাদের লঞ্চের কোন টিকেট বিক্রি হয়নি। তিনি জানান, দ্রুতই টিকেট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, ঈদ উপলক্ষে ২৭ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে। আজ বৃহস্পতিবার ঢাকা নদী বন্দর টার্মিনালে ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বৈঠকে বিআইডব্লিটিএ, বিআডব্লিউটিসি, মালিক ও শ্রমিক প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দফতরের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। ২৩ আগস্ট থেকে বিআরটিসির অগ্রিম টিকেট ২৩ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। রাজধানীর কমলাপুর, কল্যাণপুর, আব্দুল্লাহপুর ও গুলিস্তান ডিপো থেকে একযোগে টিকেট বিক্রি হবে। ঈদের আগের দিন পর্যন্ত টিকেট দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ২৮ অথবা ২৯ তারিখ থেকে ঈদের বিশেষ সার্ভিস শুরু হবে। বিভিন্ন গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠানগুলো আমাদের গাড়ি বুকিং দিয়ে থাকে। সাধারণ যাত্রী খুব বেশি হয় না। যেসব এলাকার যাত্রী চাপ বেশি সেসব এলাকার বাস সংশ্লিষ্ট ডিপো থেকে ছেড়ে যাবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বুকিং দেয়া বাসগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেই ছেড়ে যাবে। এবারের ঈদে রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে ৫০০ গাড়ি যাতায়াত করার কথা জানান বিআরটিসি চেয়ারম্যান।
×