ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

অশালীন মন্তব্যের প্রতিবাদ

বাগেরহাটে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৫:১৬, ১৭ আগস্ট ২০১৭

বাগেরহাটে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা মীরার ছেলে সুজন হাওলাদারকে (৩৫) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। বুধবার দুপুরে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাটসালায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহত সুজন হাওলাদার বেমরতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মীরা ও আব্দুল হাই দম্পত্তির ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন সুজন হাওলাদার ও তার মা মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মীরা জানান, ভাটসালা গ্রামের ভ্যানস্টান্ডে একটি চায়ের দোকানে বসেছিল সুজন। এসময় একই এলাকার আলামিন শেখ, বাপ্পি শেখ ও ফয়সাল শেখ মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করতে থাকলে সুজন তার প্রতিবাদ করে। এসময় বাগি¦ত-ার এক পর্যায়ে তারা সুজনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে এবং তাদের লাঠির আঘাতে সুজন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মারপিটের ঘটনার পর আহত সুজনের মা মৌখিকভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×