ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিশুদের জন্য পোষা প্রাণী কতটা ভালো?

প্রকাশিত: ১৯:০৮, ১৪ আগস্ট ২০১৭

শিশুদের জন্য পোষা প্রাণী  কতটা ভালো?

অনলাইন ডেস্ক ॥ বাড়িতে পোষা প্রাণী এখন খুবই স্বাভাবিক ব্যাপারে দাঁড়িয়ে গেছে। অজগর সাপ থেকে বাঘ-সিংহের মতো হিংস্র প্রাণী যেমন মানুষ পুষে আবার নানা ধরনের শান্তিপ্রিয় প্রাণী যেমন পাখি, কুকুর-বিড়ালও পুষে থাকে। ছোট ছোট পরিসরে করা একাধিক গবেষণায় পোষা প্রাণীকে শিশুর শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে দাবি করা হয়েছে। এমন দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে নতুন একটি গবেষণা। বেশ বড় আকারের সেই গবেষণায় বলা হয়েছে, পোষা প্রাণীর চেয়ে পরিবারের আর্থিক অবস্থা, বাড়ির ধরন/পরিবেশই শিশুর শারিরীক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে বেশি। অলাভজনক সংস্থা র্যান্ড কর্পোরেশন ও র্যান্ড হেলথের করা নতুন একটি গবেষণায় এ প্রমাণ মিলেছে। এতে গবেষকরা নিজেরাই আশ্চর্য হয়েছেন। তবে তারা এও জানিয়েছেন, আগের গবেষণাগুলোতে নমুনা সংগ্রহের ক্ষেত্রে গবেষকরা পক্ষপাতদুষ্ট ছিলেন। অর্থাৎ তারা পোষা প্রাণী ও শিশুর স্বাস্থ্যের মধ্যকার সম্পর্কের ওপরই বেশি গুরুত্বারোপ করেছেন। কিন্তু পরিবারের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেননি। সূত্র : মেডিকেল নিউজ টুডে
×