ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায় হজ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৬:০২, ৩১ জুলাই ২০১৭

পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায়  হজ ফ্লাইট  বাতিল

স্টাফ রিপোর্টার ॥ প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী না পাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া বিজি-৫০২৭ ফ্লাইটটি রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটিতে (বিজি-৫০২৭) ৪০৬ জন হজযাত্রী থাকার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক সৈয়দ আহসান কাজী বলেন, অনেক হজযাত্রীর ভিসাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ জন্য তারা নির্ধারিত ফ্লাইটে (বিজি-৫০২৭) যেতে পারছেন না। ফলে ফ্লাইটে দেখা দিয়েছে হজযাত্রী সঙ্কট। এ কারণে ফ্লাইট বাতিল হয়েছে। গত পরশু শনিবারও একই কারণে বিমানের দুটি ফ্লাইট বাতিল করতে হয়। ওই দুই ফ্লাইটে প্রায় ৪০০ জন করে হজযাত্রী বহনের কথা ছিল। বিমানের -যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জনকণ্ঠকে বলেন, এ ফ্লাইটের হজযাত্রীরা সহসাই অন্য ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বেন। তবে এটি বিমানের ব্যর্থতা নয়। শুনেছি অনেক এজেন্সিই মক্কা মদিনায় সঠিক সময়ে বাড়িভাড়া করতে পারেনি। সে জন্য তারা ফ্লাইটের টিকেট কিনেও নির্ধারিত তারিখে হজযাত্রীকে বিমানবন্দরে আনতে পারছে না। ই-ভিসা জটিলতার কারণে অনেকে এখনও পাসপোর্ট হাতে না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব মোঃ শাহাদাত হোসেন তসলিম বলেন, এ সমস্যা বৈশ্বিক। এখানে কারও কিছু করার নেই। সিস্টেম ডেভেলপমেন্টের জন্য হাবের পক্ষ থেকে সৌদি দূতাবাসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানিয়েছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। এ জন্য বিমানকে দায়ী করাও ঠিক হবে না। প্রতিটি হজ এজেন্সিকেও আরও সতর্ক হতে হবে।
×