ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৬:৪৯, ২২ জুলাই ২০১৭

নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জুলাই ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় বলেছি আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন করতে সরকারকেই একটি পরিবেশ তৈরি করতে হবে। শুক্রবার দুপুরে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকারের বৈধতা নেই, তাই তারা আবার ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন করতে পারবে না। নির্বাচনের আগে অবশ্যই একটি সহায়ক সরকার প্রয়োজন রয়েছে। তাছাড়া বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচনের সাহস নেই। সে নির্বাচন করতে গেলেই তারা সেভাবে সুবিধা করতে পারবে না। ক্ষমতা তাদের হাতে থাকবে না। সে কারণে সংবিধানের নানান কথা বলে তারা বাধা দিচ্ছে। সংবিধান তো কোন বাইবেল নয়, সংবিধান মানুষের তৈরি। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মতো আমরা রাজনৈতিক দলগুলো যদি একত্রে আসতে পারি তাহলে সেটি পরিবর্তন করা সময়ের ব্যাপারমাত্র। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ। স্কুলছাত্রীকে যৌন হয়রানি ॥ যুবক কারাগারে সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২১ জুলাই ॥ মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রমজান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা রমজান মিয়া প্রায়ই গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। এ ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে রমজান মিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে গ্রেফতারকৃত রমজান মিয়াকে হবিগঞ্জ আমলী আদালত ৬ এ হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যশোরে শিশুকে ধর্ষণের চেষ্টা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে এক শিশু ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃৃহস্পতিবার রাতে। ওই শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিশুর মা জানান, বৃৃহস্পতিবার রাতে শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মন্দিরে কীর্তন অনুষ্ঠান চলছিল রাত পৌনে ১২টার দিকে কীর্তিন অনুষ্ঠান থেকে প্রস্রাব করতে পাশের ড্রেনে যায় শিশুটি তখন একই এলাকার অমল দাসের ছেলে বিপ্লব দাস (৩৫) শিশুটির মুখ চেপে ধরে জোর করে পাশের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক বিপ্লব দাস পালিয়ে যায়। স্থানিয়রা শিশুটিকে উদ্ধার করে বৃৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূইয়া এটেম্পট টু সেক্স এসাল্ট রোগী হিসাবে গাইনী বিভাগে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক রয়েছে বিপ্লব।
×