ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দ্রুত চট্টগ্রাম নগরীর সড়ক সংস্কারের নির্দেশ

প্রকাশিত: ০৫:২৪, ১৮ জুলাই ২০১৭

দ্রুত চট্টগ্রাম নগরীর সড়ক সংস্কারের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর সড়কগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের লক্ষ্যে দরপত্রসহ প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার দুপুরে কর্পোরেশনের প্রকৌশল বিভাগের ১৬তম সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন। চসিক মেয়র বলেন, সরকারী অনেক সংস্থা থাকলেও নগরীতে সৃষ্ট যে কোন ধরনের ভোগান্তির জন্য জনসাধারণ সিটি কর্পোরেশনকেই দায়ী করে থাকে। কারণ সিটি কর্পোরেশন সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিকদের সেবা দিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), ওয়াসা, গ্যাস, টিএ্যান্ডটিসহ সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে ভূমিকা পালন করতে হবে। চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, মাহফুজুল হক, আনোয়ার হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
×