ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আজমল হক হেলালের আগাম জামিন

প্রকাশিত: ০৮:২৩, ১২ জুলাই ২০১৭

সাংবাদিক আজমল হক হেলালের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় দৈনিক সকালের খবরের সাংবাদিক আজমল হক হেলালের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আরও পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। চেক প্রতারণার মামলায় যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের এক বছরের কারাদ-াদেশ বহাল রেখেছে আদালত। আদালতের নির্দেশনার পরেও শিক্ষকের বেতন না দেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-অর রশিদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। আগাম জামিন পেলেন সাংবাদিক আজমালুল হক হেলাল। মঙ্গলবার জামিন সংক্রান্ত এক আবেদন শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শম রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন এ্যাডভোকেট শামিমা ইসলাম। গত ৭ জুলাই পিরোজপুরের সংসদ সদস্য রুস্তম আলীকে নিয়ে লেখা একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে মঠবাড়িয়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা করা হয়। এর প্রেক্ষিতে সাংবাদিক হেলালের আগাম জামিনের আবেদন করেন।
×