ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, চিকুনগুনিয়া মরণব্যাধি নয়। এটি এখন পর্যন্ত মহামারী রূপ ধারণ করেনি। চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। এ ভাইরাসে আক্রান্তদের সেবা দেয়াসহ সচেতনতা সৃষ্টি করার বিভিন্ন কর্মসূচী সম্পাদন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতর ও প্রতিষ্ঠান। দেশে এ রোগে আক্রান্তের বর্তমান অবস্থাকে ‘ মহামারী’ বলে প্রচার করা থেকে বিরত থাকারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’। স্বাস্থ্য সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ) মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেনÑ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সচিব (স্বাস্থ্যসেবা বিভাগ) মোঃ সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ) সরদার আবুল কালাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ইউএনএফপিএর বাংলাদেশের প্রধান (স্বাস্থ্য বিভাগ) সাথিয়া ডোরাই স্বামী প্রমুখ। এ সময়ে সমাজে নারী নির্যাতন ও জন্মনিয়ন্ত্রণ রোধে মসজিদের ঈমামদের এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদফতরের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীদের মধ্যে জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন। একইসঙ্গে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা, মা ও শিশু স্বাস্থ্য এবং বাল্যবিয়ে, কিশোরীর স্বাস্থ্যসেবা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়’ বিএনপি নেতৃবৃন্দের এমন বক্তব্যের জবাবে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী দল। তারা নির্বাচনকে ভয় পায় না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। চিকুনগুনিয়া মোকাবেলায় সচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গী দমনসহ বিভিন্ন রোগের নতুন নতুন ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। চিকুনগুনিয়াও দমন করা হবে। ছোট পরিবার গড়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক পরিবার ছোট রাখতে হবে। ছোট পরিবার পরিচালনা করা সহজ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শিক্ষার কারণেই আজকাল মানুষ ছোট পরিবার চায়। জনসংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক হুমকিতে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাস্তায় রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য সেক্টরের উন্নয়নসহ বিভিন্নভাবে বিশ্বের অনেক দেশের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আতঙ্ক সৃষ্টি করবেন না ॥ মিডিয়ার প্রতি স্বাস্থ্যমন্ত্রী সংসদ রিপোর্টার জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চিকুনগুনিয়া নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জ্বর হলেই চিকুনগুনিয়া নয় এবং এটি কোন মারাত্মক কিংবা মরণঘাতী রোগও নয়। এটি একটি ভাইরাস। শুধুমাত্র প্যারাসিটামল, বিশ্রাম ও পানি খেলেই চিকুনগুনিয়া ভাল হয়। আর চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার থেকে যে যে পদক্ষেপ গ্রহণ করার দরকার তার সবই নেয়া হয়েছে এবং তা নিয়ন্ত্রণে রয়েছে। তাই সাংবাদিকদের বলব- এ নিয়ে আতঙ্ক তৈরি করবেন না। মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী চিকুনগুনিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে। ঢাকা শহরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা হচ্ছে একটি ভাইরাস। এডিস মশা থেকে উৎপত্তি। এটি নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। এ দায়িত্ব কোনভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। তবুও জনগণের প্রতি দায়িত্ববোধ আছে বলেই রোগটি নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। সরকার এ ধরনের রোগ প্রতিরোধে যা যা করার সব উদ্যোগই নিয়েছে। মন্ত্রী বলেন, চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিভিন্ন সরকারী হাসপাতাল ও জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে তাদেরও এ নিয়ে সচেতনতা বাড়ানো হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, চিকুনগুনিয়া মোকাবেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। দুই সিটি কর্পোরেশনের ৪৫টি ওয়ার্ডে পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে নিয়মিত বার্তা জনগণের কাছে পৌঁছানো হচ্ছে। এছাড়া সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সারাদেশের সরকারী হাসপাতালগুলোতে চিকুনগুনিয়া হেল্প ডেস্ক খোলা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে এ নিয়ে সেমিনার করা হচ্ছে। এডিস মশা নিয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। প্রতি সপ্তাহে দুইবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকাসহ জেলা-মহানগরের পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। চিকুনগুনিয়ার পাশাপাশি ডেঙ্গুরোগ প্রতিরোধেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে জনগণকে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ নিয়ে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় তিনি মিডিয়ার উদ্দেশে বলেন, আপনারা এ নিয়ে আতঙ্ক তৈরি করবেন না।
×