ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে কারখানার বিষাক্ত গ্যাসে অসুস্থ ৫০

প্রকাশিত: ০৪:১৯, ৬ জুলাই ২০১৭

রূপগঞ্জে কারখানার বিষাক্ত গ্যাসে অসুস্থ ৫০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের বিষাক্ত গ্যাসে শিশু-নারীসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বিষাক্ত গ্যাসের কারণে স্থানীয়রা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকার ওয়াটা কেমিক্যাল কারখানা এলাকায় বিষাক্ত গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। অসুস্থ হওয়াদের মধ্যে শিশু মনিরুজ্জামান রাতুল (১০), রবিন মিয়া (১৪), সাগর ব্যাপারী (১০), মাহফুজ আহাম্মেদ (১৩), নেহা আক্তার (৮), নিলুফা আক্তার (১১), আনোয়ারা বেগম (৭৫), নাসরিন বেগম (২৩), আনোয়ার হোসেনকে (৩৩) স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করে জানান, মঙ্গলখালী এলাকার ওয়াটা কেমিক্যাল নামে কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন করা হয়। কারখানাটি জনবহুল এলাকায় স্থাপন করা হয়েছে। কারখানার বিষাক্ত গ্যাসে মঙ্গলখালী, কাটাখালী, মোকিব নগড়, পাবই, ঠাকুরবাড়ীরটেক, বানিয়াদি এলাকার মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। বিশেষ করে রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাস ছাড়া হয়। বুধবার দুপুর ২টার দিকে হঠাৎ করে বিকট শব্দে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় ওয়াটা কেমিক্যাল কোম্পানির কর্তৃপক্ষ। এর পর থেকেই এলাকার শিশু-কিশোর থেকে নারী-পুরুষরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। শুধু তাই নয়, গরু, ছাগল, বেড়া, মুরগিসহ গবাদিপশু-পাখি মরে যেতে শুরু করেছে। মরে গেছে বিভিন্ন পুকুরের মাছ। ওইসব এলাকার মানুষ এখন বিষাক্ত গ্যাস আতঙ্কে ভুগছেন। কারখানার জেনারেল ম্যানেজার আবু তাহের ভূইয়া বলেন, গ্যাসের পাইপ হঠাৎ করে লিক হয়ে যায়। এ কারণে গ্যাস ছড়িয়ে পড়েছে। লিক সারাতে হয়তো ৩ থেকে ৪ ঘণ্টা সময় লেগে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, এ ধরনের বিষয় আমার জানা ছিল না। নির্বাহী প্রকৌশলীর ১০ বছরের কারাদ- নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ জুলাই ॥ অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় এলজিইডি কুমিল্লার সাবেক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছরের কারাদ-াদেশ দিয়েছে আদালত। বুধবার কুমিল্লার স্পেশাল জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন। জানা যায়, হারুনুর রশিদ এলজিইডি-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী পদে দায়িত্ব পালনকালে ল্যাবরেটরি টেস্টের আদায়কৃত রাজস্বের ৩৮ লাখ ৯৪ হাজার ৭৩৫ টাকা আত্মসাত করেন। এ ব্যাপারে দুদক এর তৎকালীন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ২০১৩ সালের ২২ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
×