ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা রোধে ১২ দফা সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশিত: ০৭:৪৫, ৫ জুলাই ২০১৭

সড়ক দুর্ঘটনা রোধে ১২ দফা সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা রোধে ১২ দফা সুপারিশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণে নিয়োজিত বেসরকারী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনা সংক্রান্ত এক প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক দুর্ঘটনা গবেষণা ইউনিট গঠন, যানবাহনের গতি নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ গ্রহণ, যানবাহনের ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, রাস্তার রোড সেফটি অডিট করা, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, প্রশিক্ষিত চালক গড়ে তোলা, ওভারলোড নিয়ন্ত্রণে মানসম্মত পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা, মহাসড়কে ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা আলাদা লেইনের ব্যবস্থা করা, ড্রাইভিং লাইসেন্স ইস্যু পদ্ধতি আধুনিকায়ন করা, মহাসড়কে নছিমন-করিমন, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা বন্ধে সরকারের গৃহীত সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন করা, ভাঙ্গাচোরা রাস্তাঘাট মেরামত করা ও মহাসড়কে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে উদ্যোগ নেয়া। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতিতে যানবাহন চালান, অদক্ষ চালকদ্বারা যানবাহন চালান, ফিটনেসবিহীন যানবাহন ও পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, মহাসড়কে অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, নছিমন-করিমন চলাচল, রাস্তার ওপর হাটবাজার ও ফুটপাথ দখল, ফুটপাত না থাকা, বিপজ্জনক ওভারটেকিং, বিরতিহীন/বিশ্রামহীনভাবে যানবাহন চালান, ভাঙ্গাচোরা রাস্তাঘাট এসব দুর্ঘটনার জন্য দায়ী। এই সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল, বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ খোকন, যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শামসুদ্দীন চৌধুরী, তৌহিদুল ইসলাম, জিয়াউল হক চৌধুরী প্রমুখ।
×