ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এতিম শিশুদের পোশাক বিতরণ

প্রকাশিত: ০৭:০০, ২৫ জুন ২০১৭

এতিম শিশুদের পোশাক বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শনিবার দুপুরে ‘আলোকবর্তিকা’র উদ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে ৫০ এতিম শিশুকে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। যাত্রাপুর ‘আলোকবর্তিকা’র প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী। ইউপি চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্ব আরও বক্তব্য দেন, বেগ ইমদাদুল হক বাচ্চু, শেখ মাহবুবুর রহমান লিটন, জাদিুল ইসলাম, ইসতিয়াক আহম্মেদ, মোনায়েম হোসেন, শেখ সৈকত, সাথী খাতুন, প্রিয়াংকা রায় প্রমুখ। অমুনাফাভোগী সামাজিক এ সংস্থার সদস্যদের নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের মধ্যে এ পোশাক বিতরণ করা হয়। দুস্থদের চেক প্রদান নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ জুন ॥ ঈদ উপলক্ষে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ তার ঐচ্ছিক তহবিল থেকে ১ শ’ ৪২ অসহায় দুস্থ নারী ও পুরুষের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করেছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বসে তিনি এ চেক প্রদান করে। চেক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামান। আরও উপস্থিত ছিলেন, মোতালেব হাওলাদার, শামসুল আলম মিয়া, রায়হান শাকিব, আনিছুর রহমান প্রমুখ। একই দিন চীফ হুইপ ১০টি মসজিদ ও ৩টি মন্দিরের উন্নয়নের জন্য ওই তহবিল থেকে ২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন। চকরিয়ায় ডাকাতের গুলিতে চিংড়ি ঘের কর্মচারী খুন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া রামপুর চিংড়িজোনে ডাকাতের গুলিতে নুরুল ইসলাম প্রকাশ মাঝু নামে চিংড়ি ঘের কর্মচারী নিহত হয়েছে। শনিবার ভোররাতে কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম প্রকাশ মাঝু (৫৫) কোরালখালী দক্ষিণপাড়ার (পালিয়াপাড়া) ওয়াহেদ আলির পুত্র। জানা গেছে, নুরুল ইসলাম চিংড়িজোনে ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান বলে জানা গেছে। প্রতিবাদ গত ১৭ জুন দৈনিক জনকণ্ঠে ‘রাজশাহীর আম রফতানিতে কোয়ারেন্টাইনের বাগড়া’ শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শরফ উদ্দিন। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন খবরে তার যে বক্তব্য সন্নিবেশিত হয়েছে তা যথাযথভাবে উপস্থাপিত হয়নি। আমের প্রধান কোয়ারান্টাইন পেস্ট হচ্ছে আমের মাছি পোকা, পাল্প উইভিল এবং স্টোন উইভিল। এই তিনটি পোকা আমে থাকার সম্ভাবনা থাকলে সেটি কোনভাবে রফতানি উপযোগী নয়- এটি তার বক্তব্য থাকলেও তা প্রকাশিত হয়নি বরং অন্যভাবে প্রকাশিত হয়েছে। এছাড়া আমের আকার, দাগ আছে কিনা এসব বিবেচনা করে ছাড়পত্র দিচ্ছেন- এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না- এ বক্তব্যটিও সঠিকভাবে প্রকাশিত হয়নি। এতে তার প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলে দাবি করেন তিনি।
×