ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

কিশোরগঞ্জে স্কুল শিক্ষক নিহত

প্রকাশিত: ০৭:১০, ১৮ জুন ২০১৭

কিশোরগঞ্জে স্কুল শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৭ জুন ॥ মালবাহী ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান (৩৪) নামে স্কুলশিক্ষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছোট বোন তানিয়া নাসরিন ইতি গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পুলেরঘাট বাজার সংলগ্ন সদরের জালোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব পাকুন্দিয়ার বুরুদিয়া টান সালুয়াদী গ্রামের দাউদ মিয়া চেয়ারম্যান বাড়ির মোস্তফা মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের হারুয়া পিনাকল বয়েজ স্কুলে শিক্ষকতা করতেন। মাগুরায় পিকআপ চালক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার সকালে মাগুরা-ঢাকা সড়কের সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিম শেখ (৪৩) নামে পিকআপ চালক নিহত হয়েছে। নিহত সেলিম শেখ সদর উপজেলার হাজরাপুর আদর্শ গ্রামের সিরু শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই পিকআপের দুই হেলপার। তাদের মাগুরা সদর ও ফুরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায়। নিহতের নাম লাইলী বেগম (৩৪)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামের খোরশেদ আলমের স্ত্রী। জানা গেছে, এদিন সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন স্ত্রী লাইলী। আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ করেই মোটরসাইকেল থেকে পড়ে গেলে পিছন থেকে আসা দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুমিল্লায় সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় বিজু সরকার নামে যুবক নিহত হয়েছে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজু সরকার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাকেশ সরকারের ছেলে। এ সময় কাভার্ডভ্যানের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছে।
×