ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফটোসেশন করতে রাঙ্গামাটি যাবে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৮, ১৮ জুন ২০১৭

ফটোসেশন করতে রাঙ্গামাটি যাবে বিএনপি ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৭ জুন ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চার লাখ বাঙালীকে পাহাড়ে পুনর্বাসন করে একদিকে তাদের জীবন হুমকির মুখে ফেলেছে, অন্যদিকে পাহাড়ে বিপর্যয় সৃষ্টি করেছে। শনিবার দুপুরে ফেনীর মহিপালে নির্মাণাধীন দেশের প্রথম সিক্স লেন ফ্লাইওভার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি হাওড়ে বিপর্যয় দেখতে যায়নি, ৭ দিন পার হয়ে গেছে রাঙ্গামাটি যায়নি। আগামীকাল ফটোসেশন করতে তারা রাঙ্গামাটি যাবে। সরকার জরুরী ব্যবস্থা নিয়ে নগদ টাকা, টিনসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। তারা ঢাকায় বসে মন গড়া বক্তব্য দিয়ে দেশে বিভ্রন্তি সৃষ্টি করছে, সরকারের সমালোচনা করছে। বিএনপি দুর্গত মানুষের পাশে থাকে না, তারা জ্বালাও-পোড়াও, গাড়িতে আগুন, ভূমি অফিসে আগুনসহ মানুষ পুড়িয়ে মারায় অভ্যস্ত। মন্ত্রী বিএনপিকে নেতিবাচক রাজনীতির পথ পরিহার করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ফেনীর নির্মানাধীন ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের প্রায় ৫/৬ মাস আগে এ ফ্লাইওভারের কাজ শেষ হবে। অর্থাৎ এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি মাসে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এটা উদ্বোধন করবেন । তখন মহাসড়কের যানজট অনেক কমে যাবে। এ সময় ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়সহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন। ‘নির্বাচনে অংশ না নিলে বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো’ নিজস্ব সংবাদদাতা নোয়াখালী জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের পর যে আন্দোলনের কর্মসূচী দেয়ার কথা বলছেন, তা যদি অতীতের মতো জ্বালাও-পোড়াও, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞের আন্দোলন হয় তা হলে তা কঠোর হাতে দমন করা হবে। মন্ত্রী শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পাঁচটি রাস্তা, ছয়টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে। তাই তিনি বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন এবং নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান। পরে সেতুমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রাকৃতিক দুর্যোগে হাওড় অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ দুর্যোগের ওপর মানুষের কোন হাত নেই। হাওড় অঞ্চল হলো চালের উৎপাদনের বড় একটি এলাকা। সেখানে এখন কিছু নেই সব তলিয়ে গেছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীঘ্রই চালের দাম স্বাভাবিক হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল সংস্কারের কাজ শীঘ্রই সেনাবাহিনী শুরু“ করবে। ইতোমধ্যে সার্ভের কাজ শুরু হয়েছে। পরে মন্ত্রী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বাসভবনে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক।
×