ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল

প্রকাশিত: ০৭:৩৮, ১৭ জুন ২০১৭

চলে গেলেন সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল

জনকণ্ঠ ডেস্ক ॥ সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। দুই জার্মানির পুনরেকত্রীকরণের স্থপতি হেলমুট কোল দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ রিহিনেল্যান্ড-প্যালাটিনেটের লুডিইগশ্যাফেনে নিজ বাড়িতে মারা যান। কোল ১৯৮২ থেকে ১৯৯৮-১৬ বছর জার্মানির চ্যান্সেলর ছিলেন। খবর বিবিসির। তার শাসনামলেই বার্লিন দেয়াল ভেঙ্গে দুই জার্মানি এক হয়ে যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর সঙ্গে তিনি ইউরো মুদ্রা প্রবর্তনে যুগান্তকারী ভূমিকা পালন করেন। তিনি ২০ শতকে দীর্ঘতম সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন। ২০০৮ সালে পড়ে গিয়ে আহত হওয়ার পর থেকে কোল হুইলচেয়ারে চলাফেরা করতেন। হেলমুট জোসেফ মাইকেল কোল ১৯৩০ সালের ৩ এপ্রিল রক্ষণশীল একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন।
×