ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্বিকার কর্তৃপক্ষ ॥ জিম্মি যাত্রী

ময়মনসিংহে পরিবহনে ভাড়া নৈরাজ্য

প্রকাশিত: ০৪:১০, ১০ জুন ২০১৭

ময়মনসিংহে পরিবহনে ভাড়া নৈরাজ্য

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরে হঠাৎ করেই বেড়ে গেছে গণপরিবহনের ভাড়া। এক লাফে ভাড়া বেড়ে দ্বিগুণ তিনগুণ দাঁড়িয়েছে। পাঁচ টাকার ভাড়া নেয়া হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা! অনুমোদন বিহীন ইজিবাইককে পৌর কর্তৃপক্ষ বৈধতা দেয়ার পরই বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতায় নামে এর চালকেরা। গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের এমন নৈরাজ্যে ক্ষুব্ধ নগরবাসী। অথচ এ নিয়ে নির্বিকার পৌর কর্তৃপক্ষ ও নাগরিক নেতৃবৃন্দ। ফলে নগরবাসী গণপরিবহন চালকদের কছে জিম্মি হয়ে বাধ্য হচ্ছে বাড়তি ভাড়া গুনতে। স্থানীয় সূত্রগুলো জানায়, ময়মনসিংহ পৌরসভার অনুমোদিত ব্যাটারিচালিত ইজিবাইক ছিল ৭৪৫টি। এর বাইরে পৌর এলাকায় অনুমোদন বিহীন ইজিবাইক ছিল তিন হাজারের বেশি। পৌর কর্তৃপক্ষের কাছে ব্যাটারিচালিত এসব ইজিবাইকের কোন সঠিক পরিসংখ্যান ছিল না। ফলে অনেকটাই নিয়ন্ত্রণ ছিল এসব ইজিবাইক। স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৌরসভা কর্তৃপক্ষ এসব ইজিবাইকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রেড লাইসেন্স ও একটি নম্বর প্রদানের জন্য গত ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত এ ৩ দিনে প্রায় চার হাজারের বেশি ইজিবাইক জব্দ করে। জব্ধ করা এসব ইজিবাইক রাখা হয় শহরের মরহুম রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। এ সময় সবুজ ও লাল আলাদা দুটি কালার করার পর জব্দ করা এসব ইজিবাইক গত ৬ জুন থেকে ছাড়া শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। এর আগে ময়মনসিংহ পৌর এলাকায় বসবাসরত ইজিবাইক মালিকদের বৈধ কাগজপত্র প্রদর্শনসহ রসিদের মাধ্যমে নগদ আট হাজার টাকার বিনিময়ে নবায়নযোগ্য এক বছরের জন্য ট্রেড লাইসেন্স নিতে হয়েছে। কিন্তু স্টেডিয়াম থেকে ছাড়া পাওয়ার পর রাস্তায় নেমেই ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দিচ্ছে সদ্য অনুমোদন পাওয়া ইজিবাইক। শহরের গাঙিনাপাড় ট্রাফিক মোড় থেকে স্টেশন রোড, টাউনহল ও চরপাড়া মোড়ের ভাড়া ছিল মাত্র ৫ টাকা। অথচ এক লাফে এ ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত। ধীরগতিতে জব্দ করা ইজিবাইক ছাড়ার কারণে এ সময় গণপরিবহনের এক ধরনের সঙ্কট সৃষ্টি হওয়ায় এ পরিস্থিতির উদ্ভব। এসব নিয়ে নাগরিক নেতৃবৃন্দের দৃশ্যমান কোন উদ্যোগ না থাকায় জনমনে দেখা দিয়েছে নানা সন্দেহ। ময়মনসিংহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু নগরবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে জানান, আগামী ২-১ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বাড়তি ভাড়ার কারণে নিজেকে একজন ভুক্তভোগী দাবি করে জানান, আগামী শনিবারের মধ্যে ইজিবাইকের ভাড়া আগের পর্যায়ে আনা না হলে রবিবার নাগরিক নেতৃবৃন্দ পৌরসভা কার্যালয় ঘেরাও করবে।
×