ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে গুলি ॥ নিহত ১

প্রকাশিত: ০৪:১৯, ৮ জুন ২০১৭

চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে গুলি ॥ নিহত ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার চিংড়ি ঘের জবর-দখল নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে ১০ মামলার আসামি নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে নিহত সন্ত্রাসী দলপতির লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ডাকাত সর্দার নুরুল আমিন চিরিঙ্গা সওদাগর ঘোনার জহির আহমদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘের দখলকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে আধঘণ্টা ধরে চলে ব্যাপক গোলাগুলি। দুইপক্ষের ছোঁড়া অন্তত ৪০ রাউন্ড গুলির শব্দে এলাকা প্রকম্পিত হয়। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুই ডাকাতদলের বন্দুকযুদ্ধে নিহত ডাকাত সর্দার নুরুল আমিন ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপরাধের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। তন্মধ্যে কয়েকটি মামলায় আদালতের পরোয়ানাও রয়েছে। বরিশালে লঞ্চে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পবিত্র ঈদ-উল ফিতর সামনে রেখে যাত্রী পরিবহনের জন্য কীর্তনখোলা নদীতীরে অপেক্ষমাণ দেশের প্রথম হেলিপ্যাডযুক্ত অত্যাধুনিক যাত্রীবাহী ক্যাটারম্যান টাইপের লঞ্চ এ্যাডভেঞ্চার-৬এ অগ্নিকা-ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর দপদপিয়ায় এ্যাডভেঞ্জার ডকইয়ার্ডে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বরিশাল ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটিতে মঙ্গলবার সন্ধ্যার আগেও কমপক্ষে ৭০ থেকে ৮০ শ্রমিক কাজ করেছে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চের সব এসিতে আগুন লাগার ফলে বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে।
×