ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী পর্যটকদের ভারতে যাতায়াত আরও সহজ হলো

প্রকাশিত: ০৮:০০, ৬ জুন ২০১৭

বাংলাদেশী পর্যটকদের ভারতে যাতায়াত আরও সহজ হলো

স্টাফ রিপোর্টার ॥ বন্দর ব্যবহারের নিয়ম সহজ করায় বাংলাদেশী পর্যটকদের ভারতে যাতায়াত সহজ হলো। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতদিন ভারতে ভিসার আবেদনে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে পর্যটকদের ফরমে একটি বন্দরের কথা লিখতে হতো। সেই বন্দরের বাইরে আর কোন বন্দর ব্যবহারের সুযোগ ছিল না। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশীদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তে ৩২টি স্থলবন্দর আছে। নতুন সিদ্ধান্তের ফলে যেকোন একটি স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া-আসার ভিসা থাকলে তিনি ভারতের যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর, হরিদাসপুর বা গেদে স্থলবন্দর দিয়েও যাতায়াত করতে করতে পারবেন। এজন্য আলাদা অনুমতি নিতে হবে না।
×