ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:৩২, ৩ জুন ২০১৭

যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে আল্টিমেটাম

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল এলাকায় বৃহস্পতিবার উদ্ধার হওয়া নিহত নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি)। অজ্ঞাত নামা সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনী বাইট্টা পাড়া গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে (৪০) হত্যা করে বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল এলাকায় রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে খাগড়াছড়ি পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে তারা মানববন্ধন কর্মসূচীও পালন করে। বক্তব্য রাখেন পিবিসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মজিদ। মানববন্ধন কর্মসূচী থেকে শনিবার বেলা ১০টায় খাগড়াছড়ির প্রত্যেকটি উপজেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। জানা গেছে, নিহত নুরুল ইসলাম নয়ন রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার যুব লীগের নেতা। বাউফলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ জুন ॥ কালাইয়া লঞ্চঘাট এলাকায় শুক্রবার সকাল পৌনে ১০টার সময় ছেঁড়া তার জড়াতে গিয়ে মফিজুর রহমান (৩৫) নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাবার নাম আব্দুল লতিফ। ময়মনসিংহের গফরগাঁওয়ের মুক্তাগাছায় তার বাড়ি। জানা গেছে, আগের রাতে ওই এলাকার প্রেমানন্দ মাস্টারবাড়ির সামনে ঝড়োবাতাসে ছেঁড়া বিদ্যুতের তার গোছানোর কাজ করছিলেন মফিজুর। কন্ট্রোল রুমে সংযোগের বার্তা পাঠানোর আগেই হঠাৎ বন্ধ লাইন চালু হয়ে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় মফিজুরকে রক্ষা করতে গিয়ে সাইফুল নামে অপর লাইনম্যান আহত হন। এ ব্যাপারে বাউফল জোনাল অফিসের ডিজিএম একেএম আযাদ জানান, ঝড়ে ছেঁড়া লাইন মেরামতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন মফিজুর। তবে বন্ধ ওই লাইনে কিভাবে বিদ্যুত চালু হলো সে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মাইলস্টোন কলেজে বিএনসিসি মহিলা প্লাটুন উদ্বোধন রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহিলা প্লাটুন। সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনসিসি রমনা রেজিমেন্ট ঢাকার রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহউদ্দিন। মহিলা প্লাটুনের উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনসিসি ৩ রমনা ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর আবু সাঈদ, মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মেজর শেখ সাহাবুদ্দিন (অব.)। বিএনসিসি মাইলস্টোন কলেজ প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ড. মোঃ মশিউর রহমানের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৬৬ জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×