ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ মে ২০১৭

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কিউবা ও ফিনল্যান্ডের রাষ্ট্রদূত এবং সিঙ্গাপুরের হাইকমিশনার পরিচয়পত্র পেশ করেন। এই তিনজন অনিবাসি দূতরা হলেন কিউবার অসকার ইসরায়েল মার্টিনেজ কর্দোভেজ, ফিনল্যান্ডের নিনা এরমেলি ভাসকুনলাথি এবং সিঙ্গাপুরের ডেরেক লোহ ইডি-সে। খবর বাসসর। বঙ্গভবনে নয়া রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, এই রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন, রাষ্ট্রদূতগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এবং বাংলাদেশ ও ওই তিনটি দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারিত করতে বাস্তবমুখী পদক্ষেপ নেবেন। দেশে প্রথম ভ্যাট রেজিস্ট্রেশন মেলা শুরু ॥ চলবে ২৩ মে পর্যন্ত অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন ভ্যাট নিবন্ধন নিয়ে করদাতাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও ভ্যাট নিবন্ধন সংখ্যা বাড়াতে প্রথমবারের মতো শুরু হয়েছে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (পূর্ব) সোনাইল সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ওই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মেলা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এর মধ্যে রাজধানীর চারটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ) ও রংপুর ভ্যাট কমিশনারেটে ১৬ মে থেকে ১৮ পর্যন্ত ভ্যাট রেজিস্ট্রেশন মেলা চলবে। এছাড়া ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত রাজশাহী, যশোর, খুলনা এবং ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চলবে ওই মেলা। মেলা উপলক্ষে এরই মধ্যে মাইকিং, বিলবোর্ড, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা শুরু হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে।
×