ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্যোগ সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে সরকার ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:২৫, ১৫ মে ২০১৭

দুর্যোগ সচেতনতা  সৃষ্টিতে উদ্যোগ  নিয়েছে সরকার ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রতিবছর সম্পদের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশনের ভিত্তিতে দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে রবিবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে দুর্যোগ সম্পর্কিত তথ্য লাইব্রেরি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, দুর্যোগ মন্ত্রণালয়ের উপসচিব আশেক রসুল চৌধুরী, উপসচিব রহিমা আকতার প্রমুখ।
×