ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের একটি ব্যাংকের শাখা সাইবার হামলার শিকার

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ মে ২০১৭

বাংলাদেশের একটি ব্যাংকের শাখা সাইবার হামলার শিকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের এক বেসরকারী ব্যাংকের শাখার একটি কম্পিউটার শুক্রবার রাতে ‘র‌্যানসমওয়্যার’ হামলার শিকার হয়েছে। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ ধরনের তথ্য জানানো হলেও প্রতিবেদনে ব্যাংকটির নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে ওই শাখার একটি কম্পিউটার নিয়ন্ত্রণ নেয়া হয়। নিয়ন্ত্রণ ফিরে পেতে ডিজিটাল মুদ্রা ‘বিট কয়েনের’ মাধ্যমে ৩০০ ডলার করে চাওয়া হয়েছে। পরে ওই শাখার কর্মকর্তারা সব কম্পিউটারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেন। একইসঙ্গে ওই শাখাটি রাজধানীর যে স্থানে অবস্থিত সেখানকার সব এটিএম বুথের নেটওয়ার্কের সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জনকণ্ঠকে বলেন, এ ধরনের কোন ঘটনার খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নিয়মিত দেশের সরকারী-বেসরকারী ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশনা দেয়া হয় বলে শুভঙ্কর সাহা জানান।
×