ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে গণজাগরণ মঞ্চের সমাবেশ, বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৪৪, ১৩ মে ২০১৭

ধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে গণজাগরণ মঞ্চের সমাবেশ, বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বানানীতে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ধর্ষণসহ সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশের করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশের পর বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্য ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মানবাধিকার কর্মী খুশি কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ। মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তনু নামের মেয়েটি একটি সংরক্ষিত এলাকায় ধর্ষিত হলো, সবাই জানে কারা ধর্ষক। সারাদেশের লাখ লাখ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে, তবুও বিচার হয়নি। এবার জনগণের দাবির মুখে বনানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষক, ধনকুবেরের ছেলেদের গ্রেফতার করার পর তারা নিজস্ব বডিগার্ডসহ আদালতে গেলো। দরিদ্র কেউ অপরাধ করলে তার কোমরে দড়িবেঁধে নিয়ে যায়। তাহলে এই দিলদার হোসেনের ছেলেদের বেলায় সেটা হলো না কেন, সেটাই আমার প্রশ্ন। তিনি বলেন, কোটি কোটি টাকা নিয়ে যে আইনজীবীরা এই ধর্ষক-লুটেরাদের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদেরও আমরা চিনতে চাই। আমি ঘোষণা দিতে চাই, বিচার শুরু হলে আদালতেও আমরা যাব। কোন্ আইনজীবীরা ধর্ষকদের পক্ষ নিয়ে মিথ্যাচার করেন, সেটা আমরা দেখব। পুলিশ প্রশাসনকে বলছি, সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করুন। খুশি কবির বলেন, যারা ধর্ষণের শিকার হন তাদের সাহস করে মুখ খুলতে হবে। ধর্ষণের বিচার চাইতে হবে।
×