ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রধান আসামি এমপি রানার জামিন চার মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ০৮:১১, ৯ মে ২০১৭

প্রধান আসামি এমপি রানার জামিন চার মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানার হাইকোর্টের দেয়া জামিন চার মাসের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। যশোরের চৌগাছা উপজেলার পশুর সকল অবৈধ হাট উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আগামী এক সপ্তাহের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজমেন্ট রিস্ক কমিটির চেয়ারম্যান ও মাল্টিপ্ল্যান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলীর তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। অন্যদিকে গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী পলিন হত্যা মামলা ময়মনসিংহের বিচারিক (জেলাজজ) আদালতে চলবে বলে হাইকোর্টের দেয়া রায় আগামী ১৪ মে পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগ। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আদেশগুলো প্রদান করেছে।
×