ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি বাশিসের

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ এপ্রিল ২০১৭

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি বাশিসের

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে সংবাদ সম্মেলন এ দাবি তুলে ধরেন শিক্ষকরা। তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়ন না করলে বেসরকারী শিক্ষকদের নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি লাগাতার কর্মসূচীসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বাংলাদেশ শিক্ষক সমিতির দাবিগুলো হচ্ছেÑ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে, সরকারী কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষকদের ৫% প্রবৃদ্ধি প্রদান করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের জন্য আবেদনের সর্বোচ্চ ৬ মাসের মধ্যে তাদের পাওনাদি পরিশোধ করতে হবে, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে অনুদান শব্দের পরিবর্তে বেতন ভাতাদির অংশ সংযুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মোঃ ইয়াদ আলী খান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি ড. মমতাজ খানম, অতিরিক্ত মহাসচিব মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
×