ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে ডাক বিভাগের ভবন আছে, কার্যক্রম নেই

প্রকাশিত: ০৬:০২, ২৫ এপ্রিল ২০১৭

রাঙ্গাবালীতে ডাক বিভাগের ভবন আছে, কার্যক্রম নেই

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরে ডাক বিভাগের নিজস্ব ভবন আছে কিন্তু কোন কার্যক্রম নেই। লোকবলের অভাবে চালু হচ্ছে না বিভাগীয় কাজকর্ম। চার বছর ধরে ভবনটি পড়ে আছে। এতে একদিকে এলাকাবাসী ডাক বিভাগের সেবা থেকে বঞ্চিত, অন্যদিকে ভবনটি ক্রমে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী লোকজন ভবনটির ছাদে ডিস এ্যান্টেনা বসিয়ে ভাড়া আদায় করছে। বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এসব দেখারও কেউ নেই। এর আগে রাঙ্গাবালীতে ডাক বিভাগের দুটি ব্রাঞ্চ কার্যালয় ছিল। একটি রাঙ্গাবালী ও অপরটি বাহেরচর বন্দরে। দুই কর্মচারী সম্মানী ভাতার বিনিময়ে শুধু এ দুটি এলাকার চিঠি আদান-প্রদান করত। উপজেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর ডাক বিভাগ তাদের ইঞ্জিনিয়ারিং সেল থেকে রাঙ্গাবালী উপজেলা শহরে ডাক বিভাগের জন্য দ্বিতল ভবন নির্মাণ করে। ২০১৩ সালের মার্চ মাসে ভবন নির্মাণকাজ শেষ হয়। তবে এর পর থেকে আর কোন কার্যক্রম ডাক বিভাগ শুরু করতে পারেনি। দীর্ঘ চার বছর ধরে ভবনটি পড়ে রয়েছে। সরেজমিন দেখা যায়, ভবনের দরজা-দেয়ালের পলেস্তরা খসে পড়ছে। আবার অনেক স্থানে পলেস্তরা ফেটে সেখান থেকে গাছ বেরিয়ে রয়েছে। ছাদেরও পলেস্তরা খসে পড়ছে। ছাদের উপরে সৌরবিদ্যুতের প্যানেলে মরিচা ধরেছে। স্থানীয় বাহেরচর এলাকার কবীর তালুকদার জানান, তাদের এখানে ডাক বিভাগের যে কার্যক্রম চলে তা শুধু এলাকার দু’-একটি চিঠি আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ। সেখান থেকে জরুরী কোন পার্শেল পাঠানো যায় না। পার্শেল পাঠাতে হলে গলাচিপা যেতে হয়। মানিঅর্ডার করা যায় না। যদি ডাক বিভাগের কার্যক্রম শুরু হয় তাহলে পুরো সেবাই তারা পাবেন। পটুয়াখালী ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় থেকে জানা যায়, উপজেলা ডাকঘরের কার্যক্রম চালু করতে অন্তত আটজন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। এর মধ্যে একজন পোস্ট মাস্টার, পোস্টাল অপারেটর দুজন, পোস্টম্যান দুজন, ডাক পরিবহন ব্যবস্থা গ্রহণকারী একজন, সহকারী পরিদর্শক একজন ও রানার একজন। এ বিষয়ে পটুয়াখালী ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের সুপার (অতিরিক্ত দায়িত্ব) ও ডাকঘর পরিদর্শক (দক্ষিণ) আবু সালেহ মুসা জানান, লোকবল সঙ্কটের কারণে রাঙ্গাবালীতে ডাকঘরের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
×