ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৫৩, ১৯ এপ্রিল ২০১৭

ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ধর্মান্ধতার পৃষ্ঠপোষক, তারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। এ অপশক্তিকে পরাজিত করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, হেফাজতের সঙ্গে কোন আপস ও বৈঠক করেনি আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের কোন বৈঠক হয়নি। বৈঠক হয়েছে কওমী মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে। হাছান মাহমুদ বলেন, ২০০৯ সালে সরকারের পক্ষ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃতির লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেয়া হয়। কওমী মাদ্রাসার ছয়টি বড় বোর্ড আছে, তার মধ্যে মাত্র একটি বোর্ডের প্রধান মাওলানা আহমেদ শফি। বাকি বোর্ডগুলোর অন্যান্য প্রধান, যাদের কেউই হেফাজতের সঙ্গে জড়িত নন। তাই কওমী মাদ্রাসার আলেমদের সঙ্গে বৈঠককে হেফাজতের সঙ্গে বৈঠক বলার কোন অবকাশই নেই। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আগের যে কোন সময়ের চেয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সত্যিকারার্থে যদি কুমিল্লার নির্বাচনকে যাচাই করা হয় তাহলে দেখতে পাব, আওয়ামী লীগ প্রার্থী সীমা তার বাবার তুলনায় এ নির্বাচনে বিএনপির একই প্রার্থীর কাছে কম ব্যবধানে হেরেছে। এতে বোঝা যায় কুমিল্লায় আমাদের জনপ্রিয়তা বেড়েছে। আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিও তার জনপ্রিয়তা যাচাই করতে পারবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল মান্নান চৌধুরী, কবি রবীন্দ্র গোপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
×