ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে হৃদরোগবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশিত: ০৫:১৭, ১৯ এপ্রিল ২০১৭

বঙ্গবন্ধু মেডিক্যালে হৃদরোগবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

হৃদযন্ত্রের রক্তের চর্বির আধিক্য ছাড়াও নানা কারণে হার্ট এ্যাটাকসহ হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এসব কারণের মধ্যে রয়েছে হৃদযন্ত্রের ধমনীর আকস্মিক সঙ্কোচন, করোনারি ধমনীর রক্তের জমাট বাঁধা, হৃদযন্ত্রের মাংসপেশীর নানা ধরনের অসুখ-বিসুখ উল্লেখযোগ্য। বর্তমানে মানুষ এসব কারণে কেন আগের তুলনায় বেশি করে হৃদযন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছে, তা বিশ্বব্যাপী অনুসন্ধান ও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের আইএনএম অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের একাডেমিক এ্যান্ড রিসার্চ সেলের উদ্যোগে অনুষ্ঠিত ‘একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ নন অবসট্রাকটিভ করনারি এ্যাথেরোসক্লেরোসিস-মিনোকো শীর্ষক, হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়। প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডাঃ ফজলুর রহমান, অধ্যাপক ডাঃ চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউদ্দিন, অধ্যাপক ডাঃ হারিসুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ এস এম মোস্তফা জামান। -বিজ্ঞপ্তি স্পেশাল নিড চাইল্ডদের নিয়ে ইয়ূথ বাংলা কালচারাল ফোরামের বৈশাখ পালন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার লক্ষে চলতি বছরের শুরুতে গঠিত হয়েছে ‘ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম’। একটি অরাজনৈতিক ফোরাম হিসেবে এটি ‘সংস্কৃতির দেশে বাংলাদেশ’ এই বিষয়টি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর কথা জানান দিতে কাজ করে যাবে। এরই মধ্যে দেশের সংস্কৃতি অঙ্গনসহ নানান অঙ্গনের আলোকিত তরুণদের নিয়ে ৩৭৫ জনেরও বেশি সদস্য নিয়ে ফোরামটির যাত্রা শুরু হয়েছে, যার সভাপতি হিসেবে অভিনেত্রী সাবেরী আলম এবং জেনারেল সেক্রেটারি কমল চৌধুরী। বিষদ আকারের প্রথম কাজ হিসেবে ফোরামটি পহেলা বৈশাখের দিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ৪০ জন স্পেশাল নিড চাইল্ড’ নিয়ে বিশেষভাবে বৈশাখ পালন করেছে রাজধানীর ধানম-িতে। সকাল থেকেই শিশুরা অংকন প্রতিযোগিতা, নানান ধরনের খেলাধুলা, সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ফোরাম থেকে আগত অনেকেই সেদিন শিশুদের সঙ্গে অন্যরকম বৈশাখ উদ্যাপনে মেতে উঠে। শিশুরা বৈশাখ উদ্যাপনে এসে যে খেলনা নিতে চেয়েছে, তাই দেয়া হয়েছে। -বিজ্ঞপ্তি
×