ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আরও ৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থাকার চুক্তি ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:৫৭, ১০ এপ্রিল ২০১৭

আরও ৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থাকার চুক্তি ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আরও পাঁচ বছর বিনা ভোটে ক্ষমতা থাকার জন্য ভারতের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সুপ্রীমকোর্টের নব নির্বাচিত কমিটির নেতারা দেখা করতে আসেন। তাদের উদ্দেশে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পর দেশ বিক্রি করে তারা বিদায় নেবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আজ সোমবার রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জনকণ্ঠকে জানিয়েছেন।
×