ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে জঙ্গী হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৪, ৬ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখে জঙ্গী হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখে দেশে যে কোন ধরনের জঙ্গী হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উৎসবকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই নেয়া হয়েছে। জঙ্গীবাদ কেবল এখন বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের প্রধান সমস্যা। জনগণের সহায়তায় সরকার বাংলাদেশে জঙ্গীবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। জঙ্গীরা অঘটন চালানোর আগেই ধরা পড়ছে। কারণ দেশের জনগণ জঙ্গীবাদকে আশ্রয় প্রশ্রয় কিংবা কোন ধরনের সমর্থন দিচ্ছে না। দেশের মানুষ জঙ্গীবাদ পছন্দ করে না বলেই জঙ্গীরা কোথাও ঠাঁই পাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন মিডিয়া সেন্টারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরার কার্যক্রম ঘুরে দেখার পর স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। ছাত্রলীগ জঙ্গীবাদে জড়িয়ে পড়েছে-ময়মনসিংহে আটক সাতজনের মধ্যে একজন ছাত্রলীগের নেতা, গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গীবাদের সঙ্গে যেই জড়িত থাকুক, তাকেই আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গীবাদ দমন ও নিয়ন্ত্রণে সরকারের সাফল্যের উদহারণ দিয়ে এসময় আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে যেমন দেশ স্বাধীন হয়েছিল তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গীবাদ দমনের আহ্বানে দেশবাসী অভূতপূর্ব সাড়া দিয়েছে। দেশের মানুষ জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একের পর এক জঙ্গী ধরা পড়ছে। তিনি বলেন, ময়মনসিংহেও জঙ্গীবাদের উত্থান ঘটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু স্থানীয় জনগণের সহায়তায় জানমালের কোন ক্ষতি না করেই পুলিশ দক্ষতার সঙ্গে শহরের কালিবাড়ি রোডের আস্তানা থেকে সাত জঙ্গীকে আটক করতে সক্ষম হয়েছে। এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুুরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেত্রকোনা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গীবাদের স্থান হবে না। যে কোন মূল্যে জঙ্গীবাদকে উৎখাত করা হবে। ৭১, ৭৫ এবং পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার ষড়যন্ত্র করেছিলÑ তারাই এদেশে জঙ্গীবাদের উত্থান ঘটাতে চায়। কিন্তু সরকার তাদের শক্ত হাতে দমন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেলে পূর্বধলা উপজেলার জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ফটো গ্যালারি’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, এটিএন নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ইউএনও নমিতা দে, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। মন্ত্রী ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
×