ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ০৭:৫৫, ৪ এপ্রিল ২০১৭

রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ কয়েকদিনের ভ্যাপসা গরমে জীবন কিছুটা অতিষ্ঠ হলেও সোমবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে জনমনে প্রশান্তি বয়ে এনেছে। সন্ধ্যা থেকেই শুরু হয় আকাশে মেঘের গর্জন। ৭টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিতে জনমনে কিছুটা স্বস্তি এলেও মেঘের টানা গর্জনে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরে হাওয়া কেটে যাওয়ার পর থেকেই গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের তাপমাত্র বাড়তে শুরু করে। এর ফলে ভ্যাপসা গরমে জনজীবনের অস্বস্তি শুরু হয়েছিল। পাশাপাশি তীব্র বাতাসের সঙ্গে রাজধানীতে প্রচ- ধুলাও কম যন্ত্রণাদায়ক ছিল না। আর এই ভ্যাপসা গরমের মধ্যে সোমবার সন্ধ্যার বৃষ্টিটা যেন স্বস্তিই বয়ে এনে দিয়েছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে আকাশে কালো মেঘ জমলেই বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই মেঘ দেখলেই তারা সাবধানে চলাচল করতে বলেছেন। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাংশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।
×