ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ডুয়েটের ছয় শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:০৩, ২৮ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ডুয়েটের ছয় শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৬ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ পেয়েছেন। এদের মধ্যে ২০১৩ সালের জন্য পুরকৌশল বিভাগের মাজহারুল মান্নান, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের আলমগীর হোসেন (বর্তমানে ডুয়েটর শিক্ষক) এবং যন্ত্রকৌশল বিভাগের শাওন তালুকদার (বর্তমানে ডুয়েটের শিক্ষক) এবং ২০১৪ সালের জন্য পুরকৌশল বিভাগের মোঃ রেইন ম্যান রাজা (বর্তমানে ডুয়েটের শিক্ষক), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আইয়ুব আলী ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন। সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসে যারা মেধাতালিকায় আসছে, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এ স্বর্ণপদক দেয়া হয়েছে। ডুয়েটের সহকারী পরিচালক কামরুন নাহার সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি) প্রদত্ত এ পদক গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রদান করেন। দিনাজপুরে দুই জেএমবির স্বীকারোক্তি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঐতিহাসিক কান্তজিউ রাস মেলায় বোমা হামলার ১৬ মাস পর গ্রেফতার ২ জেএমবি সদস্য দোষ স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী জানান, সোমবার এই চাঞ্চল্যকর মামলার গ্রেফতারকৃত ২ আসামি চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মানিক মিয়া ও আজিজার রহমানের পুত্র জাকির হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র রায়ের কাছে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। সমস্যা সমাধান দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বাইপাস সড়ক মূল নক্সা অনুযায়ী বাস্তবায়ন, রাস্তা সংস্কার, বেতনা, কপোতাক্ষ, মরিচ্চাপ, প্রাণসায়েরের খালসহ সকল খাল পুনঃখনন, সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, রেললাইন নির্মাণ, শহরে রিক্সা-ভ্যান উচ্ছেদ বন্ধ, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিকদের সকল সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবাদুস সুলতান বাবলু, দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই- এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, ফাইমুল হক কিসলু, আলিনুর খান বাবুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা বাইপাস সড়ক মেডিক্যাল কলেজের পরিবর্তে আলীপুর চেকপোস্ট পর্যন্ত সম্প্রসরণের দাবি করে বলেন, প্রথমে বাইপাসের নক্সা চেকপোস্ট থেকে পলিটেকনিক পর্যন্ত থাকলেও পরে ব্যক্তিস্বার্থে সেটি পরিবর্তন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য বাইপাসের পর্যাপ্ত ব্রিজ ও কালভার্টের দাবি জানিয়েছেন তারা। সিসিটিভির আওতায় সিরাজদিখানের পাথরঘাটা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা বলয় তৈরি হয়েছে গ্রামটিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বেসরকারী উদ্যোগে সিসি টিভি স্থাপনের মাধ্যমে দেশের প্রথম গ্রাম হিসেবে পাথরঘাটার নাম স্থান পেল। পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুরো গ্রামটি এখন সিসিটিভি ক্যামেরার আওতায় চলে আসায় গ্রামটির শান্তিপ্রিয় মানুষের মাঝে এখন প্রশান্তি বিরাজ করছে।
×