ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই বৃন্তে দুটি ফুল ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৬:০১, ২৮ মার্চ ২০১৭

বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই বৃন্তে দুটি ফুল ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কুচক্রীমহল মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু এবং স্বাধীন বাংলাদেশ একই বৃন্তে দুটি ফুল, অনিবার্য সত্যকে লালন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত থেকে আমাদের মেধাবী তরুণ প্রজন্মকে জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে সোচ্চার হতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরের উদ্যোগে মুক্তিযুদ্ধের দলিলপত্র ও ম্যুরালচিত্রের বিশেষ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একমাত্র একাডেমিক জাদুঘর। এ জাদুঘরে রয়েছে দুর্লভ শিল্পকর্ম। এ শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানার এবং ধারণ করার সুযোগ পাবে। সন্তানেরা বিভ্রান্ত না হয়ে সতর্ক হওয়ার সুযোগ পাবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তরুণ শিক্ষার্থীদের একনিষ্ঠভাবে জ্ঞান-বিজ্ঞান চর্চার আহ্বান জানান। প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. ইমরান হোসেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা উপস্থিত ছিলেন। পোল্ট্রির গর্তে পড়ে ভালুকায় দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৭ মার্চ ॥ রবিবার রাতে ডাকাতিয়া ইউনিয়নের চানপুর গ্রামে পৃথক দুটি পোল্ট্রির লিটারের গর্তে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার ইউসুফ নিলয় জানান, চানপুর গ্রামের মোসারফ হোসেনের শিশু সন্তান আসিফ (৬) ওই এলাকার শহিদ মিয়ার পোল্ট্রির লিটারের গর্তে ও নানু বাড়ি বেড়াতে আসা টাঙ্গাইল জেলার নূর জামালের মেয়ে নাদিরা (২) সন্ধ্যার পর তাদের প্রতিবেশী রফিকুল ইসলামের পোল্ট্রির লিটারের গর্তে পড়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর তাদের ওই এলাকার পৃথক দুটি পোল্ট্রির লিটারের গর্তে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে আসিফকে ভালুকা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশু নাদিরাকে মৃত অবস্থায় গর্ত থেকে তোলা হয়। মুক্তিযোদ্ধাকে মারপিট স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মোশারেফ হোসেন খান (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। রবিবার রাতে উপজেলার পায়রাতলা এলাকায় এঘটনা ঘটে। রাস্তার পাশে ইজিবাইক রাখাকে কেন্দ্র করে বাগ্বিত-ার এক পর্যায়ে ইজিবাইক চালক মোশারেফ হোসেনকে স্থানীয় আলম মৃধা বেধড়ক মারপিট করে। শিক্ষার্থীদের বই বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৭ মার্চ ॥ শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেবার লক্ষ্যে বই বিতরণ করা হয়েছে। সোমবার নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স¦াধীনতা ও মুুক্তিযুদ্বের ইতিহাস সংবলিত বই বিতরণ করেন বিতরা ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসহাক সিকদার। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সেলিম, কলেজে গবর্নিং বডির সভাপতি মহবুবুর রহমান চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ হারুন অর রশিদ পাটওয়ারী প্রমুখ। জঙ্গীবাদ রুখতে সভা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ মার্চ ॥ ইভটিজিং, মাদক, বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এক মতবিনিময় সভা সোমবার জেলা শহরের আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের চত্বরে অনুষ্ঠিত হয়। ‘রুখতে চাই রুখতে হবে’Ñ এই সেøাগান নিয়ে গাইবান্ধা পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক আবু জাফর সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। এ ছাড়া বক্তব্য রাখেন সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান, জেলা মটর মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন প্রমুখ।
×