ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: ০২:৪৩, ২৬ মার্চ ২০১৭

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর  শুভেচ্ছা

কূটনৈতিক রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ আগামীতে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন তারা। পৃথক বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন প্রণব মুখার্জি ও নরেন্দ্র মোদি। রবিবার স্বাধীনতা দিবসের দিন সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে দেওয়া এক অডিও বার্তায় শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ নামের এই সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে বার্তাটি পোস্ট করা হয়। হিন্দিতে দেওয়া এই বার্তায় নরেন্দ্র মোদি ভারতকে বাংলাদেশের শক্তিশালী সহযোগী হিসেবে উল্লেখ করেন। পরে বার্তাটি নরেন্দ্র মোদির টুইটারেও প্রকাশ করা হয়। ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, আজ ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস। অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ের দিন আজ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের এক অভূতপূর্ব বিজয়ের দিন। এই মাহত্মপূর্ণ দিনে আমি বাংলাদেশের জনগণের স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই। কামনা করছি বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আরও বিকশিত হবে। বাংলাদেশের মানুষকে আমি আস্থা রাখতে বলছি যে, ভারত বাংলাদেশের অনেক শক্তিশালী সহযোগী, ভালো বন্ধু। আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পুরো অঞ্চলের শান্তি সুরক্ষা ও বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো। এদিকে বাংলাদেশের জনগণ ও সরকারকে স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কার্যালয়ের এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো বার্তায় প্রণব মুখার্জি বলেন, আপনাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে প্রণব মুখার্জি বলেন, আমরা দুই দেশের পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি করেছি এবং তা সফল হয়েছে। আমি নিশ্চিত যে, আমাদের যৌথ প্রচেষ্টা নিজ নিজ জাতির আকাক্সক্ষা পূরণে অবদান রাখবে। এছাড়া বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন প্রণব মুখার্জি। উল্লেখ্য, এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
×