ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মণিরামপুরে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ মার্চ ২০১৭

মণিরামপুরে হ্যান্ডকাফসহ  আসামির পলায়ন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে হ্যান্ডকাফসহ একাধিক নাশকতা মামলার আসামি পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে কমপক্ষে দশ নারী-পুরুষকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে রতনদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে মনিরুজ্জামান মনিকে (৩৫) গ্রেফতার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার সময় সে কৌশলে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার জানান, মনিরুজ্জামানকে গ্রেফতার করে নেয়ার সময় হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এরপর পুলিশ গ্রামে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে। তবে পুলিশের দাবি আটকের সময় মনিরুজ্জামনের পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালিয়ে ও দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়। মনিরুজ্জামানের বিরুদ্ধে গত সংসদ নির্বাচনের সময় কেন্দ্র ভাংচুরসহ একাধিক নাশকতা মামলা রয়েছে। এএসআই ইমরান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেফতারে জোর চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য হাসান জানান, পুলিশের অভিযানে ওই গ্রাম থেকে মাওলানা আব্দুর রউফ, মকবুল হোসেন, আব্দুর রশিদ, সুলতান আহম্মেদ, সাইফুল্লাহ, রাসেল, মনিরুজ্জামান, নুরুন্নাহার খাতুন, ফরিদা খাতুনসহ দশজনকে আটক করা করেছে। এ বিষয়ে মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।
×