ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী অভিযান গ্রেফতার ১২৮

বি’ বাড়িয়ায় পুলিশ ও সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, হত ১

প্রকাশিত: ০৫:৫২, ১৭ মার্চ ২০১৭

বি’ বাড়িয়ায় পুলিশ ও সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, হত ১

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাক্ষণবাড়িয়ায় বুধবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনে র‌্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। অপরদিকে পুলিশের অভিযানে ময়মনসিংহে ৮৬ হুজি, সিরাজগঞ্জে এক জেএমবি জঙ্গী ও রাজশাহী থেকে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মীসহ মোট ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবারের অভিযানে পুলিশ এদের আটক করে। ব্রাক্ষণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহতের নাম তাজুল ইসলাম আল মাহমুদ ওরফে মামা হুজুর। গত ফেব্রুয়ারি মাসে কসবায় এক কবিরাজকে গলা কেটে হত্যার সঙ্গে এই মামা হুজুরের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও বিডিনিউজের। ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবা উপজেলার কুটি চৌমুহনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহতের নাম তাজুল ইসলাম আল মাহমুদ ওরফে মামা হুজুর (৪৫)। তার বাড়ি হবিগঞ্জ জেলার নবীঞ্জের সাদুল্লাপুর গ্রামে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, বুধবার গভীর রাতে তাজুল ইসলাম ও তার সহযোগীরা সেখানে গোপন সভা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে তাজুল ইসলাম নিহত হয়। পুলিশ দাবি করেছে তাদের ৫ সদস্য আহত হয়েছে। তিনি আরও জানান, গত ১৮ ফেব্রুয়ারি কসবায় কবিরাজকে গলা কেটে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুরচরে র‌্যাব ৮-এর সঙ্গে জলদস্যু কবিরাজ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বন্দুকযুদ্ধের পর ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ দুই দস্যুকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলো, কবিরাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মহিদুল ইসলাম ও বাহিনীর সক্রিয় সদস্য সিরাজুল ইসলাম। র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চরের খাল এলাকায় র‌্যাবের টহল দেয়ার সময় বনের মধ্যে থেকে ধোঁয়া উড়তে ও দস্যুদের ব্যবহৃত একটি ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যায়। এ সময় র‌্যাব সদস্যরা বনের মধ্যে থাকা ওয়াচ টাওয়ারের দিকে এগুতে থাকলে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় আধঘণ্টা চলা এ বন্দুকযুদ্ধে উভয় পক্ষে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যু বাহিনীর সদস্যরা পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ জলদস্যুকে আটক করে। ময়মনসিংহ ॥ হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যসহ ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার গলগ-া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে আবুল ফারা রুম্মানকে (৩৬) গ্রেফতার করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান। রাজশাহী ॥ মহানগর পুলিশ (আরএমপি) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতভর নগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার ভোরে জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলকে (৬০) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
×