ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই ॥ সিইসি

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ মার্চ ২০১৭

কুসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই ॥ সিইসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সকলের গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসতে এবং ভোট দিয়ে নিরাপদে ফিরে যেতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন আপাতত প্রয়োজন নেই। তবে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঢাকার পরে সোমবার চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। নগরীর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে স্মার্ট কার্ড তুলে দেন সিইসি। এ সময় তিনি নির্বাচন কমিশনের ওপর সকলেই আস্থাশীল হবেন বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল দল অংশগ্রহণ করলে ভাল নির্বাচন হবে। এ সময় উঠে আসে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কুমিল্লায় আপাতত সেনাবাহিনীর প্রয়োজন নেই। তবে অবস্থার প্রেক্ষিতে প্রয়োজন মনে হলে সেনা মোতায়েন করা হবে। এ জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিইসি তাঁদের হাতে কার্ড তুলে দেয়ার মাধ্যমে চট্টগ্রামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন। নির্বাচন সুষ্ঠু করতে পদক্ষেপ প্রসঙ্গে সিইসি কেএম নূরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো যদি কোন পরামর্শ থাকে তা বিবেচনায় নেয়া হবে। তিনি বলেন, সারাদেশে পর্যায়ক্রমে নাগরিকদের মধ্যে ১০ কোটি ১৭ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নির্বাচন কমিশনের সচিব মোঃ আবদুল্লাহ, এনডিআই উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এবং উপপরিচালক আবদুল বাতেন। এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার সিইসি স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে ১৬ মার্চ। প্রথমে স্মার্ট কার্ড পাবেন নগরীর কোতোয়ালি, ডবলমুরিং ও পাঁচলাইশ থানার নাগরিকরা। এই তিন থানায় কার্ডের সংখ্যা প্রায় ৬ লাখ। জেলা নির্বাচন অফিসের দায়িত্বশীল সূত্র জানায়, পুরনো কার্ড জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড দেয়ার সময় দশ আঙুলের ছাপ এবং চোখের মণির ছবি রাখা হবে। আধুনিক এ কার্ডে থাকছে অনেকগুলো তথ্য, যার মাধ্যমে ২২ ধরনের সেবা পাওয়া যাবে।
×